ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

ছিনতাইকারীদের না ধরে ভুক্তভোগী কে ফল উপহার দিল পুলিশ

#
news image

গাজীপুর মহানগরের গাছাতে ওষুধ কোম্পানির প্রতিনিধি আশিক চৌধুরীকে (৩২) কুপিয়ে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। শনিবার (১৬ আগস্ট) রাত সোয়া ১১টায় মহানগরের গাছা থানাধীন গাছা রোডের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।

আশিক চৌধুরী ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে। তিনি ইনসেপ্টা কোম্পানিতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ (এমআর) পদে কর্মরত। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গাজীপুর পপুলার হাসপাতাল (বড়বাড়ী)পরে তাইরুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতাল (তারগাছ) নেওয়া হয়।সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো  হয়। 
তিনি জানান, বড়বাড়ী থেকে অটোরিকশা দিয়ে বোর্ড বাজার যাচ্ছিলেন  আশিক চৌধুরী। অটোরিকশাটি গাছা সড়কের মাথায় আসলে আগে থেকেই রিকশায় থাকা যাত্রীবেশী তিন ছিনতাইকারী আশিকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা আশিককে চাপাতি এবং দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ছিনতাইকারীরা আশিকের কাছ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে অটোরিকশাচালকের সহায়তায় তাকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আশিককে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসার পর ওই হাসপাতালের চিকিৎসকের পরামর্শে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে স্বজনেরা সকালে তাকে বাসায় নিয়ে গেছেন বলে জানাযায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। আহত ভিকটিমকে হাসপাতালে চিকিৎসার পর সকাল ১০টার দিকে স্বজনেরা তাকে বাসায় নিয়ে গেছেন। আজ বাসায় গাছা থানা পুলিশ সামান্য ফলসহ উপস্থিত
হয়ে ঘটনার জন্য সমবেদনা প্রকাশ করে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মো: নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

১৮ আগস্ট, ২০২৫,  11:55 PM

news image

গাজীপুর মহানগরের গাছাতে ওষুধ কোম্পানির প্রতিনিধি আশিক চৌধুরীকে (৩২) কুপিয়ে দেড় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। শনিবার (১৬ আগস্ট) রাত সোয়া ১১টায় মহানগরের গাছা থানাধীন গাছা রোডের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।

আশিক চৌধুরী ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আলম চৌধুরীর ছেলে। তিনি ইনসেপ্টা কোম্পানিতে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ (এমআর) পদে কর্মরত। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গাজীপুর পপুলার হাসপাতাল (বড়বাড়ী)পরে তাইরুননেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতাল (তারগাছ) নেওয়া হয়।সেখান থেকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো  হয়। 
তিনি জানান, বড়বাড়ী থেকে অটোরিকশা দিয়ে বোর্ড বাজার যাচ্ছিলেন  আশিক চৌধুরী। অটোরিকশাটি গাছা সড়কের মাথায় আসলে আগে থেকেই রিকশায় থাকা যাত্রীবেশী তিন ছিনতাইকারী আশিকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা আশিককে চাপাতি এবং দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ছিনতাইকারীরা আশিকের কাছ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে অটোরিকশাচালকের সহায়তায় তাকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আশিককে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসার পর ওই হাসপাতালের চিকিৎসকের পরামর্শে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে স্বজনেরা সকালে তাকে বাসায় নিয়ে গেছেন বলে জানাযায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। আহত ভিকটিমকে হাসপাতালে চিকিৎসার পর সকাল ১০টার দিকে স্বজনেরা তাকে বাসায় নিয়ে গেছেন। আজ বাসায় গাছা থানা পুলিশ সামান্য ফলসহ উপস্থিত
হয়ে ঘটনার জন্য সমবেদনা প্রকাশ করে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।