জুলাইয়ের রক্তের ত্যাগ সার্থক করতে চাঁদাবাজ-খুনিদের উৎখাত করতে হবে: চরমোনাইর পীর

নিজস্ব প্রতিবেদক :
০৬ আগস্ট, ২০২৫, 9:59 AM

জুলাইয়ের রক্তের ত্যাগ সার্থক করতে চাঁদাবাজ-খুনিদের উৎখাত করতে হবে: চরমোনাইর পীর
স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাইয়ে রক্ত ও জীবন উৎসর্গের সার্থকতা নিশ্চিত করতে বাংলার জমিন থেকে চাঁদাবাজ, খুনি ও তাবেদারদের চিরতরে উৎখাত করতে হবে।
আজ মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট, খুনি, গুমকারী ও পাচারকারী পালিয়ে যায়। তাদের উৎখাতে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, চক্ষু হারিয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে-তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিদেশি স্বার্থে কাজ করা তাবেদারদের দেশে কোনোভাবেই সহ্য করা হবে না। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে নতুন করে যেন কোনো সন্ত্রাসী মাথা উঁচু করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, যে উদ্দেশ্য ও চেতনায় জুলাইয়ের সংগ্রাম হয়েছিল তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশের অপশাসন ও দুঃশাসনের অবসান ঘটাতে রাজপথের লড়াই চলবে।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা আরিফুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, আবুল কাশেম, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতী রেজাউল করীম আবরার ও মুনতাসির আহমাদ।
নিজস্ব প্রতিবেদক :
০৬ আগস্ট, ২০২৫, 9:59 AM

স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাইয়ে রক্ত ও জীবন উৎসর্গের সার্থকতা নিশ্চিত করতে বাংলার জমিন থেকে চাঁদাবাজ, খুনি ও তাবেদারদের চিরতরে উৎখাত করতে হবে।
আজ মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট, খুনি, গুমকারী ও পাচারকারী পালিয়ে যায়। তাদের উৎখাতে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, চক্ষু হারিয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে-তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিদেশি স্বার্থে কাজ করা তাবেদারদের দেশে কোনোভাবেই সহ্য করা হবে না। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে নতুন করে যেন কোনো সন্ত্রাসী মাথা উঁচু করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, যে উদ্দেশ্য ও চেতনায় জুলাইয়ের সংগ্রাম হয়েছিল তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশের অপশাসন ও দুঃশাসনের অবসান ঘটাতে রাজপথের লড়াই চলবে।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা আরিফুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, আবুল কাশেম, মাওলানা এবিএম জাকারিয়া, মুফতী রেজাউল করীম আবরার ও মুনতাসির আহমাদ।