ঢাকা ২৯ জুলাই, ২০২৫

টঙ্গীতে ঢাকনা বিহীন ম্যানহোলে পরে এক নারী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে 

#
news image

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে  ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখন খোঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রাত থেকে  শ্বাসরুদ্ধকর অভিযানে পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা। 

গতকাল রোববার রাত ৮টা ৩০ মিনিটে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল  হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন  উদ্ধারকর্মীরা তীব্র স্রোত ও বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সোমবার দুপুর ১  টা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ওই নারীর নাম জ্যোতি (৩২)। তিনি মিরপুরের মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে চাকরি করতেন। রোববার রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন বলে স্বজন সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে বৃষ্টির মধ্যে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে যাওয়ার পথে একটি খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। পানির প্রচণ্ড স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরি দলসহ তিনটি ইউনিটের সদস্যরা অভিযান চালায়। তবে দীর্ঘ সময়  অতিবাহিত হলেও নিখোঁজ ওই নারীর সন্ধান মেলেনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজন ডুবুরিও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। আমরা ওই নারীর লাশ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মো: নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

২৮ জুলাই, ২০২৫,  9:08 PM

news image

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে  ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখন খোঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রাত থেকে  শ্বাসরুদ্ধকর অভিযানে পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা। 

গতকাল রোববার রাত ৮টা ৩০ মিনিটে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল  হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন  উদ্ধারকর্মীরা তীব্র স্রোত ও বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সোমবার দুপুর ১  টা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ওই নারীর নাম জ্যোতি (৩২)। তিনি মিরপুরের মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে চাকরি করতেন। রোববার রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন বলে স্বজন সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে বৃষ্টির মধ্যে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে যাওয়ার পথে একটি খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। পানির প্রচণ্ড স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরি দলসহ তিনটি ইউনিটের সদস্যরা অভিযান চালায়। তবে দীর্ঘ সময়  অতিবাহিত হলেও নিখোঁজ ওই নারীর সন্ধান মেলেনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজন ডুবুরিও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। আমরা ওই নারীর লাশ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।