নীলফামারী জেলা বিএনপিতে ডিমলার চার নেতার অন্তর্ভুক্তি: তারেক রহমান ও তুহিনকে অভিনন্দন

নীলফামারী প্রতিনিধি :
২৮ জুলাই, ২০২৫, 9:03 PM

নীলফামারী জেলা বিএনপিতে ডিমলার চার নেতার অন্তর্ভুক্তি: তারেক রহমান ও তুহিনকে অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা আহ্বায়ক কমিটিতে ডিমলা উপজেলা থেকে চারজন প্রবীণ ও উদীয়মান নেতার অন্তর্ভুক্তি স্থানীয় রাজনীতিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। এই উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডিমলার বিএনপি নেতাকর্মীরা।
গত ১৬ জুলাই বুধবার নীলফামারী জেলা বিএনপির ৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর গতকাল, ২৭ জুলাই রবিবার, এই পূর্ণাঙ্গ ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে ডিমলা উপজেলা থেকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রইসুল আলম চৌধুরী এবং আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সেতারা সুলতানা ও গোলাম রব্বানী প্রধান অন্তর্ভুক্ত হয়েছেন। এই অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে নতুন করে উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে।
ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনে করেন, "দলের এই মূল্যায়ন ডিমলার রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের জন্য এটি এক বিশাল প্রাপ্তি এবং ভবিষ্যৎ সংগ্রামে অনুপ্রেরণা।" তারা আরও মনে করেন, তারেক রহমান ও ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন—উভয়েই অভিজ্ঞ, দূরদর্শী এবং সংগঠনের প্রতি দায়িত্বশীল। তৃণমূলের ভাবনা ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে যে নেতৃত্ব গড়ে তোলা হয়, এই কমিটি তারই উজ্জ্বল উদাহরণ।
ডিমলার প্রবীণ বিএনপি নেতা মো. রমজান আলী বলেন, "এই কমিটি আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে। দীর্ঘদিন পর ডিমলার রাজনীতিতে প্রাণ ফিরে এসেছে।"
ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ বলেন, "আমরা তারেক রহমান ও তুহিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। তারা প্রমাণ করেছেন—বিএনপি তৃণমূলকেই গুরুত্ব দেয়।"
ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম (ডিআর) বলেন, "নতুন নেতৃবৃন্দের অভিজ্ঞতা দলের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা তাদের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রস্তুত।"
ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রিন্স লিমন বলেন, "নতুন নেতৃত্ব আমাদের মাঝে আশার আলো জ্বালিয়েছে। আমরা মাঠে থেকে দলকে সুসংগঠিত করব, ভবিষ্যতের রাজনীতিতে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাব।"
স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, এই চার নেতার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলীয় নিষ্ঠা—জেলা ও ডিমলা উপজেলা পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ডিমলায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত ১৫১ সদস্যবিশিষ্ট নীলফামারী জেলা বিএনপির পূর্ববর্তী কমিটিতে আ. খ. ম. আলমগীর সরকার সভাপতি এবং জরুহুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর ছয় মাস পর উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে বর্তমানে ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়—এ তথ্য নিশ্চিত করেছে দলীয় একটি সূত্র।
নীলফামারী প্রতিনিধি :
২৮ জুলাই, ২০২৫, 9:03 PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা আহ্বায়ক কমিটিতে ডিমলা উপজেলা থেকে চারজন প্রবীণ ও উদীয়মান নেতার অন্তর্ভুক্তি স্থানীয় রাজনীতিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। এই উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডিমলার বিএনপি নেতাকর্মীরা।
গত ১৬ জুলাই বুধবার নীলফামারী জেলা বিএনপির ৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর গতকাল, ২৭ জুলাই রবিবার, এই পূর্ণাঙ্গ ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে ডিমলা উপজেলা থেকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. রইসুল আলম চৌধুরী এবং আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সেতারা সুলতানা ও গোলাম রব্বানী প্রধান অন্তর্ভুক্ত হয়েছেন। এই অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে নতুন করে উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে।
ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনে করেন, "দলের এই মূল্যায়ন ডিমলার রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের জন্য এটি এক বিশাল প্রাপ্তি এবং ভবিষ্যৎ সংগ্রামে অনুপ্রেরণা।" তারা আরও মনে করেন, তারেক রহমান ও ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন—উভয়েই অভিজ্ঞ, দূরদর্শী এবং সংগঠনের প্রতি দায়িত্বশীল। তৃণমূলের ভাবনা ও মূল্যবোধকে গুরুত্ব দিয়ে যে নেতৃত্ব গড়ে তোলা হয়, এই কমিটি তারই উজ্জ্বল উদাহরণ।
ডিমলার প্রবীণ বিএনপি নেতা মো. রমজান আলী বলেন, "এই কমিটি আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে। দীর্ঘদিন পর ডিমলার রাজনীতিতে প্রাণ ফিরে এসেছে।"
ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ বলেন, "আমরা তারেক রহমান ও তুহিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। তারা প্রমাণ করেছেন—বিএনপি তৃণমূলকেই গুরুত্ব দেয়।"
ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম (ডিআর) বলেন, "নতুন নেতৃবৃন্দের অভিজ্ঞতা দলের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা তাদের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রস্তুত।"
ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক প্রিন্স লিমন বলেন, "নতুন নেতৃত্ব আমাদের মাঝে আশার আলো জ্বালিয়েছে। আমরা মাঠে থেকে দলকে সুসংগঠিত করব, ভবিষ্যতের রাজনীতিতে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাব।"
স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, এই চার নেতার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলীয় নিষ্ঠা—জেলা ও ডিমলা উপজেলা পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে ইতিমধ্যেই ডিমলায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত ১৫১ সদস্যবিশিষ্ট নীলফামারী জেলা বিএনপির পূর্ববর্তী কমিটিতে আ. খ. ম. আলমগীর সরকার সভাপতি এবং জরুহুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর ছয় মাস পর উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে বর্তমানে ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়—এ তথ্য নিশ্চিত করেছে দলীয় একটি সূত্র।
সম্পর্কিত