ঢাকা ১৭ জুলাই, ২০২৫
শিরোনামঃ
পিরোজপুরে জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত তেঁতুলিয়ায় বিএম কলেজে শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ: পুনঃতদন্ত করলেন আঞ্চলিক পরিচালক জাতীয় সমাবেশ সফল করতে বাগেরহাটে জামায়াতের মিছিল অনুষ্ঠিত বাগেরহাটে জরবায়ু পরিবর্তনের প্রভাব ও  নারীর প্রতি সহিংসতা বিষয়ে সংলাপ বাগেরহাটে ক্রীড়া সামগ্রী ও বেঞ্চ বিতারন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে আবু সাঈদ হত্যার বিচার তাঁর বাবা দেখে যেতে পারবেন: আইন উপদেষ্টা বেরোবিতে শহীদ পরিবারের প্রতি ব্যতিক্রমী শ্রদ্ধা: মঞ্চের নিচে বসলেন উপদেষ্টারা পোস্টকার্ডের মাধ্যমে ১ লাখ গণঅভ্যুত্থানকেন্দ্রিক স্মৃতিকথা সংগ্রহের উদ্যোগ ১৬ জুলাই: আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভের বিস্ফোরণ, গণঅভ্যুত্থানের দিকে ধাবিত হয় আন্দোলন

জাতীয় ও আন্তর্জাতিক অর্জনের স্বীকৃতি পেলেন বাইউস্ট শিক্ষার্থীরা

#
news image

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর বাছাইকৃত শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

ফল ২০২৪ সেশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছেন, তাদেরকে উৎসাহিত ও স্বীকৃতি জানানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রাশেদিন খান সৃজন, মো. কাউসার আহমেদ, ইরফানুল ইসলাম সাহিল, মোহাম্মদ ইকতিয়াপ মাহমুদ সিয়াম ও মো. তানজির হোসেন। ইইই বিভাগের শিক্ষার্থী কাজী রাশেক-উর রহমান, ফারহান তানভীর, মেহেদী হাসান, স্বাধীন দেব, প্রিতম পোদ্দার জয় ও তালহা বিন আহমেদ। সিই বিভাগের আসিক এলাহি জোনায়েদ, আপন মিত্র ও নূর হাসান প্রিয়াম। আইন বিভাগের শিক্ষার্থী ইসলামুল হক জিসান, আরিফ বিল্লাহ মুহাম্মদ শাহেদ আনোয়ার ও তাহমিদুর রহমান-কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ স্থান অর্জন করায় পুরস্কৃত করা হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে শর্ট ভিডিও কম্পিটিশন ২০২৪-এ বিজয়ী ইইই বিভাগের নিঝার উদ্দিন মজুমদার, যৌথভাবে ২য় স্থান অধিকারী সিএসই বিভাগের ইশতিয়াক আহমেদ নাফিস ও ব্যবসায় প্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস রেশমি, যৌথভাবে ৩য় স্থান অধিকারী ইংরেজি বিভাগের অনোয় সাহা ও আইনবিভাগের ফাহিম আবরারকে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাইউস্টের সম্মানিত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তোমাদের নিয়ে আমরা গর্বিত। তোমাদের প্রতিটি অর্জন আমরা উদ্‌যাপন করতে চাই। এখন থেকে প্রতি সেমিস্টারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা কৃতিত্ব দেখাবে, তাদেরকেই সম্মান জানিয়ে পুরস্কৃত করা হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিজস্ব প্রতিবেদক :

১৪ জুলাই, ২০২৫,  7:14 PM

news image

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর বাছাইকৃত শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্লাজা এরিয়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি। তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

ফল ২০২৪ সেশনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেসব শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছেন, তাদেরকে উৎসাহিত ও স্বীকৃতি জানানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের কো-কারিকুলার ও এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষার্থী মো. রাশেদিন খান সৃজন, মো. কাউসার আহমেদ, ইরফানুল ইসলাম সাহিল, মোহাম্মদ ইকতিয়াপ মাহমুদ সিয়াম ও মো. তানজির হোসেন। ইইই বিভাগের শিক্ষার্থী কাজী রাশেক-উর রহমান, ফারহান তানভীর, মেহেদী হাসান, স্বাধীন দেব, প্রিতম পোদ্দার জয় ও তালহা বিন আহমেদ। সিই বিভাগের আসিক এলাহি জোনায়েদ, আপন মিত্র ও নূর হাসান প্রিয়াম। আইন বিভাগের শিক্ষার্থী ইসলামুল হক জিসান, আরিফ বিল্লাহ মুহাম্মদ শাহেদ আনোয়ার ও তাহমিদুর রহমান-কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ স্থান অর্জন করায় পুরস্কৃত করা হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে শর্ট ভিডিও কম্পিটিশন ২০২৪-এ বিজয়ী ইইই বিভাগের নিঝার উদ্দিন মজুমদার, যৌথভাবে ২য় স্থান অধিকারী সিএসই বিভাগের ইশতিয়াক আহমেদ নাফিস ও ব্যবসায় প্রশাসন বিভাগের জান্নাতুল ফেরদৌস রেশমি, যৌথভাবে ৩য় স্থান অধিকারী ইংরেজি বিভাগের অনোয় সাহা ও আইনবিভাগের ফাহিম আবরারকে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাইউস্টের সম্মানিত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তোমাদের নিয়ে আমরা গর্বিত। তোমাদের প্রতিটি অর্জন আমরা উদ্‌যাপন করতে চাই। এখন থেকে প্রতি সেমিস্টারে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যারা কৃতিত্ব দেখাবে, তাদেরকেই সম্মান জানিয়ে পুরস্কৃত করা হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।