ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

মোংলায় গৃহবধূকে ধারালো অস্ত্রের আঘাত দিয়ে পানিতে ফেলে হত্যা

#
news image

 মোংলায় গৃহবধূকে  ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে । এ সময় নিহতের মেয়ে ঠেকাতে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়েছে।
নিহত গৃহবধূ মোংলার মাকোড়ঢোন এলাকার সুনীল মল্লিকের স্ত্রী সবিতা মল্লিক।  সোমবার (২৫ নভেম্বর)  সন্ধ্যায় মোংলার   আরাজী মাকড়ঢোন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়ি যান জনৈক তন্ময় মণ্ডল। তিনি সেখানে নিহত নারীর স্বামী সুনীল মন্ডলকে খুঁজতে থাকেন। এসময় সুনীলের স্ত্রী সবিতা মল্লিক জানান তিনি বাড়িতে নেই। তখন তন্ময় তাকে রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য বললে সবিতা মল্লিক এগিয়ে দিতে যান। পথিমধ্যে  বাড়ির পুকুর পাড় পর্যন্ত গেলে তন্ময় ধারালো অস্ত্রের আঘাত দিয়ে  সবিতাকে পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যান । পরে স্থানীয়রা তাকে  উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন বলেন, রক্তক্ষরণ ও পানিতে  ডুবে তার মৃত্যু হয়েছে। 
 
এ ঘটনায় তন্ময় মণ্ডল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। তবে তাকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তন্ময় মাকড়ঢোন এলাকার কালিপদ মণ্ডল ওরফে কালুর ছেলে। তন্ময় পেশায় একজন ইজিবাইক চালক।তবে কেন কি কারনে এই নারীকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। নিহতর মেয়েকে আহত অবস্থায় মোংলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এটা একটি হত্যাকাণ্ড। হত্যাকারীকে আটকের জন্য  আমরা অভিযান চালিয়ে যাচ্ছি । তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া এখনো যায়নি। হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ।।

বাগেরহাট প্রতিনিধি :

২৬ নভেম্বর, ২০২৪,  4:43 PM

news image
.

 মোংলায় গৃহবধূকে  ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে । এ সময় নিহতের মেয়ে ঠেকাতে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়েছে।
নিহত গৃহবধূ মোংলার মাকোড়ঢোন এলাকার সুনীল মল্লিকের স্ত্রী সবিতা মল্লিক।  সোমবার (২৫ নভেম্বর)  সন্ধ্যায় মোংলার   আরাজী মাকড়ঢোন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর শহরের মেছের শাহ সড়কের বাসিন্দা সুনীল মল্লিকের বাড়ি যান জনৈক তন্ময় মণ্ডল। তিনি সেখানে নিহত নারীর স্বামী সুনীল মন্ডলকে খুঁজতে থাকেন। এসময় সুনীলের স্ত্রী সবিতা মল্লিক জানান তিনি বাড়িতে নেই। তখন তন্ময় তাকে রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য বললে সবিতা মল্লিক এগিয়ে দিতে যান। পথিমধ্যে  বাড়ির পুকুর পাড় পর্যন্ত গেলে তন্ময় ধারালো অস্ত্রের আঘাত দিয়ে  সবিতাকে পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যান । পরে স্থানীয়রা তাকে  উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মৌসুমি ইয়াছমিন বলেন, রক্তক্ষরণ ও পানিতে  ডুবে তার মৃত্যু হয়েছে। 
 
এ ঘটনায় তন্ময় মণ্ডল (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। তবে তাকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তন্ময় মাকড়ঢোন এলাকার কালিপদ মণ্ডল ওরফে কালুর ছেলে। তন্ময় পেশায় একজন ইজিবাইক চালক।তবে কেন কি কারনে এই নারীকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। নিহতর মেয়েকে আহত অবস্থায় মোংলা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এটা একটি হত্যাকাণ্ড। হত্যাকারীকে আটকের জন্য  আমরা অভিযান চালিয়ে যাচ্ছি । তবে প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া এখনো যায়নি। হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ।।