ঢাকা ০৬ জুলাই, ২০২৫
শিরোনামঃ
শহীদদের রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেবো না : কুমিল্লায় শফিকুর রহমান আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধে অনলাইনে ‘এ চালান’ সেবা চালু করল এনবিআর জুলাই-আগস্টে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আশা প্রসিকিউসনের গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প তুরস্কে আরও তিন বিরোধীদলীয় মেয়র গ্রেপ্তার জুলাই যোদ্ধার বিরুদ্ধে বিভ্রান্তিকর ভিডিও দিয়ে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পেল ৮০ শিক্ষার্থী ফটিকছড়ির প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরো দু'ভাইয়ের

স্বাধীনতা এনেছি সংস্কারও এনে ছাড়বো - নাহিদ ইসলাম

#
news image

স্বাধীনতা এনেছি এবার সংস্কারও এনেই ছাড়বো। বিচার সংস্কার এবং নতুন সংবিধান এটাই আমাদের দাবি এবং তারপর নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিয়ের আহ্বায়ক নাহিদ ইসলাম। 
আজ শনিবার (৫ জুলাই) রাত আটটায় জুলাই পদযাত্রার অংশ হিসেবে পদযাত্রার শেষে নওগাঁ নওজোয়ান মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এ দেশকে পুনর্গঠন করতে হবে। আমরা একাত্তরের স্বাধীনতা এনেছিলাম কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে যাবার কারণে আমরা সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি, আমরা ২৪ এর গণঅভ্যুত্থান কে বেহাত হতে দেব না। আমরা স্বাধীনতা এনেছি সংস্কারও আমরাই আনবো তবেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। 
পঞ্চম দিনে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বগুড়া জেলা শহর থেকে এ পদযাত্রা শুরু হয়। দেশ গড়ার এ পদযাত্রা বগুড়া থেকে জয়পুরহাট হয়ে এরপর নওগাঁতে পদযাত্রা শেষে পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
এ পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সম্পাদক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসাইন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ন আহবায়ক মুনিরা শারমিন সহ আরো অনেকে।

নওগাঁ প্রতিনিধি :

০৫ জুলাই, ২০২৫,  10:04 PM

news image

স্বাধীনতা এনেছি এবার সংস্কারও এনেই ছাড়বো। বিচার সংস্কার এবং নতুন সংবিধান এটাই আমাদের দাবি এবং তারপর নির্বাচন হবে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিয়ের আহ্বায়ক নাহিদ ইসলাম। 
আজ শনিবার (৫ জুলাই) রাত আটটায় জুলাই পদযাত্রার অংশ হিসেবে পদযাত্রার শেষে নওগাঁ নওজোয়ান মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 
নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এ দেশকে পুনর্গঠন করতে হবে। আমরা একাত্তরের স্বাধীনতা এনেছিলাম কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে যাবার কারণে আমরা সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি, আমরা ২৪ এর গণঅভ্যুত্থান কে বেহাত হতে দেব না। আমরা স্বাধীনতা এনেছি সংস্কারও আমরাই আনবো তবেই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। 
পঞ্চম দিনে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে বগুড়া জেলা শহর থেকে এ পদযাত্রা শুরু হয়। দেশ গড়ার এ পদযাত্রা বগুড়া থেকে জয়পুরহাট হয়ে এরপর নওগাঁতে পদযাত্রা শেষে পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 
এ পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সম্পাদক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসাইন, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ন আহবায়ক মুনিরা শারমিন সহ আরো অনেকে।