বারহাট্টার মূল সড়কে করা হচ্ছে নিম্নমানের কাজ, দূর্ঘটনার শঙ্কা
রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :
২৩ নভেম্বর, ২০২৪, 11:48 AM
বারহাট্টার মূল সড়কে করা হচ্ছে নিম্নমানের কাজ, দূর্ঘটনার শঙ্কা
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের বারহাট্টা বাজারের মূল সড়কে প্রকৌশলীর নিজস্ব সিদ্ধান্তেই চলছে নিম্নমানের রাস্তা উন্নয়নের কাজ। বাজারে রাস্তার পাশে মেয়াদোত্তীর্ণ পুরাতন ড্রেনের উপর নিম্নমানের স্ল্যাব বসিয়ে ওই স্ল্যাবের উপর ঢালাই দিয়েই চলছে রাস্তা উন্নয়নের কাজ।
স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে রাস্তার এমন উন্নয়ন কাজ দেখেননি তারা। (ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনা-মোহনগঞ্জ) যোগাযোগের মাধ্যম বারহাট্টা বাজারের মাঝখান দিয়ে চলে যাওয়া এই একটি মাত্র রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে লোকাল বাস, দূরপাল্লার বাসসহ মালবোঝাই বড় বড় ট্রাক চলাচল করে। দীর্ঘদিন কাজ না হওয়ায় রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় ছিল। অবশেষ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির কাজ শুরু হয়েছে। কিন্তু বর্তমানে ইঞ্জিনিয়ার যেভাবে কাজ চালাচ্ছেন, এই ভাবে রাস্তার কাজ শেষ হলে ভারী যানবাহনের চাপে মেয়াদোত্তীর্ণ ড্রেন ভেঙ্গে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।

বারহাট্টা মধ্য বাজারের ধান ব্যবসায়ী সাগর চক্রবর্তীর সাথে কথা বললে তিনি বলেন, ড্রেনের উপরে আগের স্ল্যাবগুলোই মজবুত ছিলো। আগের স্ল্যাবগুলো সরিয়ে এখন পুরাতন ড্রেনের উপর নতুন স্লাব বসিয়েছে। এখন আবার স্ল্যাবগুলো নিচে রেখেই ঢালাই দিয়ে দিচ্ছে। এই ভাবে ড্রেন রাখার কি মানে? এটাতো এক মাসের মধ্যেই ভরাট হয়ে যাবে। পরে তো ভোগান্তি আমাদেরই পোহাতে হবে।
তিনি আরও বলেন, ধানকাটার সিজনে আমার গোডাউনের সামনে ট্রাক লোড-আনলোড করা হয়। তখন ট্রাকগুলো সাইড করে রাখা হয়। নতুন রাস্তা হলে সুবিধা হবে ভেবেছিলাম কিন্ত রাস্তার কাজ দেখে মনে হচ্ছে সুবিধার চেয়ে ভোগান্তিই বেশি হবে।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, গতকাল দেখলাম অডিটোরিয়ামের সামনে সিসি ঢালাই দিয়েছে। ঢালাই দেখে মনে হলো খুবই নিম্নমানের কাজ হচ্ছে। তাছাড়া, পুরাতন ড্রেনের উপর নতুন যে স্ল্যাব দেওয়া হচ্ছে তাও নিম্নমানের। এই রাস্তা দিয়ে দূরপাল্লার বড় বড় বাস, মালামাল বোঝাই ট্রাক চলাচল করে। ফলে ক্রসিং এর সময় ড্রেনের স্ল্যাব ডেবে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
নেত্রকোনা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন বলেন, এটা আমাদের পরামর্শ ক্রমেই হচ্ছে। বারহাট্টার মেইন সড়কের দু'পাশে জায়গা না থাকায় রাস্তা বৃদ্ধির স্বার্থে ড্রেনের ওপরের স্ল্যাবগুলো নতুন করে দেয়া হয়েছে। এখন এগুলোর ওপর ঢালাই দেয়া হচ্ছে। এতে রাস্তার কোন সমস্যা হবে না।
ময়লা-আবর্জনায় ড্রেন ভরাট হয়ে গেলে কিভাবে পরিষ্কার করা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কোন সমস্যা হবে না। ড্রেন পরিস্কারের জন্য বিভিন্ন জায়গায় পয়েন্ট করা আছে।
রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :
২৩ নভেম্বর, ২০২৪, 11:48 AM
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের বারহাট্টা বাজারের মূল সড়কে প্রকৌশলীর নিজস্ব সিদ্ধান্তেই চলছে নিম্নমানের রাস্তা উন্নয়নের কাজ। বাজারে রাস্তার পাশে মেয়াদোত্তীর্ণ পুরাতন ড্রেনের উপর নিম্নমানের স্ল্যাব বসিয়ে ওই স্ল্যাবের উপর ঢালাই দিয়েই চলছে রাস্তা উন্নয়নের কাজ।
স্থানীয়দের অভিযোগ, ইতিপূর্বে রাস্তার এমন উন্নয়ন কাজ দেখেননি তারা। (ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনা-মোহনগঞ্জ) যোগাযোগের মাধ্যম বারহাট্টা বাজারের মাঝখান দিয়ে চলে যাওয়া এই একটি মাত্র রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে লোকাল বাস, দূরপাল্লার বাসসহ মালবোঝাই বড় বড় ট্রাক চলাচল করে। দীর্ঘদিন কাজ না হওয়ায় রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় ছিল। অবশেষ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির কাজ শুরু হয়েছে। কিন্তু বর্তমানে ইঞ্জিনিয়ার যেভাবে কাজ চালাচ্ছেন, এই ভাবে রাস্তার কাজ শেষ হলে ভারী যানবাহনের চাপে মেয়াদোত্তীর্ণ ড্রেন ভেঙ্গে যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।

বারহাট্টা মধ্য বাজারের ধান ব্যবসায়ী সাগর চক্রবর্তীর সাথে কথা বললে তিনি বলেন, ড্রেনের উপরে আগের স্ল্যাবগুলোই মজবুত ছিলো। আগের স্ল্যাবগুলো সরিয়ে এখন পুরাতন ড্রেনের উপর নতুন স্লাব বসিয়েছে। এখন আবার স্ল্যাবগুলো নিচে রেখেই ঢালাই দিয়ে দিচ্ছে। এই ভাবে ড্রেন রাখার কি মানে? এটাতো এক মাসের মধ্যেই ভরাট হয়ে যাবে। পরে তো ভোগান্তি আমাদেরই পোহাতে হবে।
তিনি আরও বলেন, ধানকাটার সিজনে আমার গোডাউনের সামনে ট্রাক লোড-আনলোড করা হয়। তখন ট্রাকগুলো সাইড করে রাখা হয়। নতুন রাস্তা হলে সুবিধা হবে ভেবেছিলাম কিন্ত রাস্তার কাজ দেখে মনে হচ্ছে সুবিধার চেয়ে ভোগান্তিই বেশি হবে।
ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, গতকাল দেখলাম অডিটোরিয়ামের সামনে সিসি ঢালাই দিয়েছে। ঢালাই দেখে মনে হলো খুবই নিম্নমানের কাজ হচ্ছে। তাছাড়া, পুরাতন ড্রেনের উপর নতুন যে স্ল্যাব দেওয়া হচ্ছে তাও নিম্নমানের। এই রাস্তা দিয়ে দূরপাল্লার বড় বড় বাস, মালামাল বোঝাই ট্রাক চলাচল করে। ফলে ক্রসিং এর সময় ড্রেনের স্ল্যাব ডেবে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
নেত্রকোনা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন বলেন, এটা আমাদের পরামর্শ ক্রমেই হচ্ছে। বারহাট্টার মেইন সড়কের দু'পাশে জায়গা না থাকায় রাস্তা বৃদ্ধির স্বার্থে ড্রেনের ওপরের স্ল্যাবগুলো নতুন করে দেয়া হয়েছে। এখন এগুলোর ওপর ঢালাই দেয়া হচ্ছে। এতে রাস্তার কোন সমস্যা হবে না।
ময়লা-আবর্জনায় ড্রেন ভরাট হয়ে গেলে কিভাবে পরিষ্কার করা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কোন সমস্যা হবে না। ড্রেন পরিস্কারের জন্য বিভিন্ন জায়গায় পয়েন্ট করা আছে।