ঢাকা ০১ জুলাই, ২০২৫
শিরোনামঃ
‘দ্য কোড অফ ক্রিমিনলি প্রসিডিউর (এমেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া অনুমোদন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে ইসি নবীন প্রবীণে ছয় মুখ, লক্ষ্য সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দুর্ঘটনায় দু’জন চিকিৎসকসহ নিহত ৪ আহত অন্তত ১৬ মসজিদ-মাদ্রাসা হুমকিতে, সুনামগঞ্জে নদীতীরে মানববন্ধন জিহ্বার রঙ বলে দেবে আপনি সুস্থ না অসুস্থ দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই রাজনৈতিক মামলার বোঝা হালকা হচ্ছে, ২০ হাজার মামলা প্রত্যাহারের উদ্যোগ সুনামগঞ্জ-৫: নির্বাচনী মাঠে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ বাগেরহাটে চারটি বিদেশী পিস্তলসহ মাইক্রোবাসে থাকা ১১জন আটক

ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু

#
news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় মো. ইউসুফ আলী (৬৫)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (২৩ জুন) সকাল আনুমানিক নয়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে ময়মনসিংহ-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত খোরশেদ আলীর ছেলে। ট্রেনের ধাক্কায় নিহত ইউসুফ আলী ১ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রেলস্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছেড়ে চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি সকাল নয়টার দিকে ঈশ্বরগঞ্জ অতিবাহিত করে। ঘটনাটি তখনই হয়তো ঘটেছে। সকালে এই দুর্ঘটনাটি ঘটলেও খোঁজ মেলে সোমবার দুপুর ২ টার দিকে।

এদিন দুপুরে রেলপথ ধরে যাওয়ার পথে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় আব্দুস সাত্তার। তিনি বলেন, ‘আমি রেললাইন দিয়ে বাজারে যাওয়ার পথে লাশটি দেখতে পাই। তখন আশেপাশের লোকদের ডাক দিই। তারা এসে পুলিশকে খবর দেয়।’

স্থানীয়দের সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনার খবর কিশোরগঞ্জ জিআরপি থানা-পুলিশকে অবগত করে।

ইউসুফ আলীর ছেলে রিকশাচালক ইজাজুল হক বলেন, ‘সকালে খাওয়া-দাওয়া করে আব্বা বাড়ি থাইক্কা বের অইছিলো কচুর লতি টুক্কানির (কুড়ানোর) লাগি। এই বলেই ছেলে ইজাজুলের কান্না....’

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ইউসুফ আশেপাশের এলাকার ঝোপঝাড়,রাস্তা-ঘাট ও পতিত জমিতে থাকা কচুর লতি ও বিভিন্ন ধরনের শাক-সবজি কুড়িয়ে আঁটি বেধে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ  করতেন।

প্রতিদিনের মতো সোমবার সকালেও ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে রেললাইনে কচুর লতি তুলতে গিয়েছিলেন বৃদ্ধ ইউসুফ আলী। এসময় অসাবধানতাবশত রেললাইনে লতি তুলার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন বলে জানান স্থানীয়রা। ইউসুফ আলীর নিথর দেহের পাশেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল একমুঠো কচুর লতি। কিন্তু সেগুলো আর বাজারে বিক্রি করা হলোনা তার। এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ইউসুফ আলী কচুর লতি ও শাক আঁটি বেধে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন হাওয়ায় কিশোরগঞ্জ জিআরপি থানা-পুলিশকে অবগত করা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তাদের সহযোগীতা করবো।’

আশরাফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :

২৫ জুন, ২০২৫,  5:44 AM

news image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনের ধাক্কায় মো. ইউসুফ আলী (৬৫)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (২৩ জুন) সকাল আনুমানিক নয়টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে ময়মনসিংহ-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত খোরশেদ আলীর ছেলে। ট্রেনের ধাক্কায় নিহত ইউসুফ আলী ১ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রেলস্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছেড়ে চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি সকাল নয়টার দিকে ঈশ্বরগঞ্জ অতিবাহিত করে। ঘটনাটি তখনই হয়তো ঘটেছে। সকালে এই দুর্ঘটনাটি ঘটলেও খোঁজ মেলে সোমবার দুপুর ২ টার দিকে।

এদিন দুপুরে রেলপথ ধরে যাওয়ার পথে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় আব্দুস সাত্তার। তিনি বলেন, ‘আমি রেললাইন দিয়ে বাজারে যাওয়ার পথে লাশটি দেখতে পাই। তখন আশেপাশের লোকদের ডাক দিই। তারা এসে পুলিশকে খবর দেয়।’

স্থানীয়দের সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনার খবর কিশোরগঞ্জ জিআরপি থানা-পুলিশকে অবগত করে।

ইউসুফ আলীর ছেলে রিকশাচালক ইজাজুল হক বলেন, ‘সকালে খাওয়া-দাওয়া করে আব্বা বাড়ি থাইক্কা বের অইছিলো কচুর লতি টুক্কানির (কুড়ানোর) লাগি। এই বলেই ছেলে ইজাজুলের কান্না....’

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ ইউসুফ আশেপাশের এলাকার ঝোপঝাড়,রাস্তা-ঘাট ও পতিত জমিতে থাকা কচুর লতি ও বিভিন্ন ধরনের শাক-সবজি কুড়িয়ে আঁটি বেধে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ  করতেন।

প্রতিদিনের মতো সোমবার সকালেও ঈশ্বরগঞ্জ পৌরসভার বিপরীতে রেললাইনে কচুর লতি তুলতে গিয়েছিলেন বৃদ্ধ ইউসুফ আলী। এসময় অসাবধানতাবশত রেললাইনে লতি তুলার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন বলে জানান স্থানীয়রা। ইউসুফ আলীর নিথর দেহের পাশেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল একমুঠো কচুর লতি। কিন্তু সেগুলো আর বাজারে বিক্রি করা হলোনা তার। এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ইউসুফ আলী কচুর লতি ও শাক আঁটি বেধে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। দুর্ঘটনাটি রেলওয়ে পুলিশের আওতাধীন হাওয়ায় কিশোরগঞ্জ জিআরপি থানা-পুলিশকে অবগত করা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তাদের সহযোগীতা করবো।’