ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৫
শিরোনামঃ
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  পিরোজপুরে  সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা বাগেরহাট যুবদলের কোরান খতম ও দোয়া মাহফিল বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে সরকার সহায়তা করবে : পররাষ্ট্র উপদেষ্টা দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া : জাহিদ হোসেন এলপিজি দাম সমন্বয় করেছে সরকার

সিরিজের ৩য় দিনে বাংলাদেশ ইমার্জিং কিকেট দলের জয়

#
news image

রকিবুলের অলরাউন্ড নৈপুন্য তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমাজিং দলকে ৩৪ রানে হারিয়ে ২-১ ম্যাচের ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ ইমার্জিং কিকেট দল।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম দুই ওয়ানডে রোমাঞ্চ ছড়ায় শেষ ওভার পর্যন্ত। যেখানে প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকা জেতে দ্বিতীয় ওয়ানডেতে। তবে তৃতীয় ওয়ানডেতে স্কোর বোর্ডে তেমন রান না উঠলেও ম্যাচে ছিল তুমুল উত্তোজনাপুর্ন।
 
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচেই বাংলাদেশ করেছে মাত্র ২২৫ রান। তবে বাংলাদেশের বোলাররা এই স্কোর টাকেই কঠিন বানিয়ে ফেলল প্রোটিয়াদের জন্য। বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ৩৪ রানে সিরিজ জিতে নিল অধিনায়ক আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। 
দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট এনকোবানি হ্যান্ডসাম মোকোয়েনা রান আউট হতেই শুরু বাংলাদেশের সিরিজ জয়ের উদযাপন।

২২৬ রানের লক্ষ্য হলেও দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে। ২১.২ ওভারে ৭ উইকেটে ৯৪ রানে পরিণত হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ফুরেন। এনটুলি ফেরার পর দক্ষিণ আফ্রিকার দরকার হয় ৭৭ বলে ৩৬ রান। হাতে ছিল ১ উইকেট। প্রোটিয়াদের সামান্যতম সুযোগটুকু আর দেয়নি বাংলাদেশ। মোকোয়েনার রান আউটে ৩৮.২ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯১ রানে সকলে আউট হয়ে যায়। 

বাংলাদেশের রাকিবুল ১০ ওভারে ২৬ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। রাব্বি, ওয়াসি সিদ্দিকী পেয়েছেন ২টি করে উইকেট নেন ও জীবন নেন ১ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে রাকিবুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আর ম্যাচ অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন অধিনায়ক আকবর আলী।

সিরিজ নির্ধারণী ৩য় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন। প্রথমে ব্যাটিং নেমে শুরুতেই বিপদে পরে বাংলাদেশ দল। ৩১.২ ওভারে ৮ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে দলটি। এ অবস্থায় থেকে রফিকুল ব্যাক্তিগত ৫৮ও রাব্বি ৪২ রানের সুবাদে ৪৫.২ ওভারে ২২৫ অলআউট হয়ে যায় বাংলাদেশ। 

দক্ষিণ আফ্রিকার সেসোনা সেপো এনদোয়ান্দা নেন ৩ উইকেট। ফুরেন ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন মোকোয়েনা, দিয়ান ফরেস্টে, রোমাসান সোমা পিল্লে ও এনটুলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচন আব্দুল রাজ্জাক ও ম্যাচ রেফারী সেলিম শাহেদ।

রাজশাহী প্রতিনিধি :

১৬ মে, ২০২৫,  7:17 PM

news image

রকিবুলের অলরাউন্ড নৈপুন্য তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমাজিং দলকে ৩৪ রানে হারিয়ে ২-১ ম্যাচের ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ ইমার্জিং কিকেট দল।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম দুই ওয়ানডে রোমাঞ্চ ছড়ায় শেষ ওভার পর্যন্ত। যেখানে প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকা জেতে দ্বিতীয় ওয়ানডেতে। তবে তৃতীয় ওয়ানডেতে স্কোর বোর্ডে তেমন রান না উঠলেও ম্যাচে ছিল তুমুল উত্তোজনাপুর্ন।
 
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী এই ম্যাচেই বাংলাদেশ করেছে মাত্র ২২৫ রান। তবে বাংলাদেশের বোলাররা এই স্কোর টাকেই কঠিন বানিয়ে ফেলল প্রোটিয়াদের জন্য। বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ৩৪ রানে সিরিজ জিতে নিল অধিনায়ক আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। 
দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট এনকোবানি হ্যান্ডসাম মোকোয়েনা রান আউট হতেই শুরু বাংলাদেশের সিরিজ জয়ের উদযাপন।

২২৬ রানের লক্ষ্য হলেও দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে। ২১.২ ওভারে ৭ উইকেটে ৯৪ রানে পরিণত হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ফুরেন। এনটুলি ফেরার পর দক্ষিণ আফ্রিকার দরকার হয় ৭৭ বলে ৩৬ রান। হাতে ছিল ১ উইকেট। প্রোটিয়াদের সামান্যতম সুযোগটুকু আর দেয়নি বাংলাদেশ। মোকোয়েনার রান আউটে ৩৮.২ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯১ রানে সকলে আউট হয়ে যায়। 

বাংলাদেশের রাকিবুল ১০ ওভারে ২৬ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। রাব্বি, ওয়াসি সিদ্দিকী পেয়েছেন ২টি করে উইকেট নেন ও জীবন নেন ১ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে রাকিবুল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। আর ম্যাচ অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন অধিনায়ক আকবর আলী।

সিরিজ নির্ধারণী ৩য় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্দিন। প্রথমে ব্যাটিং নেমে শুরুতেই বিপদে পরে বাংলাদেশ দল। ৩১.২ ওভারে ৮ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে দলটি। এ অবস্থায় থেকে রফিকুল ব্যাক্তিগত ৫৮ও রাব্বি ৪২ রানের সুবাদে ৪৫.২ ওভারে ২২৫ অলআউট হয়ে যায় বাংলাদেশ। 

দক্ষিণ আফ্রিকার সেসোনা সেপো এনদোয়ান্দা নেন ৩ উইকেট। ফুরেন ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন মোকোয়েনা, দিয়ান ফরেস্টে, রোমাসান সোমা পিল্লে ও এনটুলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচন আব্দুল রাজ্জাক ও ম্যাচ রেফারী সেলিম শাহেদ।