ঢাকা ০৭ ডিসেম্বর, ২০২৪
শিরোনামঃ
গাজীপুরে অসুস্থ বৃদ্ধ বাবাকে জঙ্গলে ফেলে দিল সন্তানরা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল ছানার পায়েস ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই : উপদেষ্টা এম সাখাওয়াত ম্যাক্রোঁ শিগগির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন কুষ্টিয়ায় আ.লীগের সাবেক এমপি জর্জকে কারাগারে প্রেরণ রাস্তার করুন অবস্থা দেখে বিয়ে দিতে চায় না যে গ্রামের ছেলে মেয়েদের আজ থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার ফল তৃষ্না মন্ডলের হ্যাট্রিক

#
news image

জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল

প্রতিযোগিতার ফল
তৃষ্না মন্ডলের হ্যাট্রিক

০৬ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে
অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা
অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার (৬ জুন) অনুষ্টিত খেলায়
চাঁপাইনবাবগঞ্জ ও দিনাাজপুর জেলা ২-২ ড্র করেছে।
চাঁপাইনবাবগঞ্জের পক্ষে পারভিন সোমা ও শায়লা ১টি করে গোল করেন।
দিনাজপুরের পক্ষে বন্যা একাই দুটি গোল করেন। দিনের অন্য খেলায় মাগুরা
জেলা তৃষ্না মন্ডলের হ্যাট্রিকের সুবাদে ৬-২ গোলের বিশাল ব্যবধানে
ময়মনসিংহ জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে তৃষ্না মন্ডল ৩টি, রিয়া
২টি ও মিশু রানী ১টি গোল করেন।
আজকের খেলায় স্বাগতিক রাজশাহী, রাঙ্গাামাটি, নারায়নগঞ্জ ও
জামালপুর জেলা অংশ নেবে। রেফারীর দায়িত্ব পালন করেন আলেয়া ও শাহীন ।
তাদের সহযোগিতা করেন সোহানা খাতুন, শ্রাবন্তী, উর্মি বর্মন,
খাদিজা, মাহফুজা রাহাত ও আখিমুনি।

শেখ রাসেল দ্বিতীয় বিভাগ
ক্রিকেট টুর্নামেন্টের ফল

০৬ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া
কমপ্লেক্স মাঠে অনুষ্টিত শেখ রাসেল ২য় বিভাগ উন্মুক্ত ক্রিকেট
টুর্নামেন্টে গতকাল বৃহস্প্রতিবার (৬ জুন) খেলায় মেট্রো ক্লাব ২
উইকেটে আলী স্মৃতি সংঘকে হারায়। টস জয়ী আলী স্মৃতি সংঘ
ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৯১ রান।
দলের পক্ষে সর্বোচ্চ সিজন ২৬ রান করেন। বিপক্ষে তৌসিফ ২৪ রানে টি,
মজিদ ৬ রানে ৩টি ও ইমরান ২০ রানে ২টি উইকেটে নেন। জবাবে
মেট্রো ক্লাব ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৯৬ রান। দলের পক্ষে
সর্বোচ্চ ওলি ৩২ রান করেন। বিপক্ষে রিদোওয়ান ১৬ রানে ৫টি ও
সিজান ১৫ রানে ২টি উইকেট নেন।

জেলা প্রতিনিধি

০৬ জুন, ২০২৪,  11:14 PM

news image

জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল

প্রতিযোগিতার ফল
তৃষ্না মন্ডলের হ্যাট্রিক

০৬ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে
অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা
অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার (৬ জুন) অনুষ্টিত খেলায়
চাঁপাইনবাবগঞ্জ ও দিনাাজপুর জেলা ২-২ ড্র করেছে।
চাঁপাইনবাবগঞ্জের পক্ষে পারভিন সোমা ও শায়লা ১টি করে গোল করেন।
দিনাজপুরের পক্ষে বন্যা একাই দুটি গোল করেন। দিনের অন্য খেলায় মাগুরা
জেলা তৃষ্না মন্ডলের হ্যাট্রিকের সুবাদে ৬-২ গোলের বিশাল ব্যবধানে
ময়মনসিংহ জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে তৃষ্না মন্ডল ৩টি, রিয়া
২টি ও মিশু রানী ১টি গোল করেন।
আজকের খেলায় স্বাগতিক রাজশাহী, রাঙ্গাামাটি, নারায়নগঞ্জ ও
জামালপুর জেলা অংশ নেবে। রেফারীর দায়িত্ব পালন করেন আলেয়া ও শাহীন ।
তাদের সহযোগিতা করেন সোহানা খাতুন, শ্রাবন্তী, উর্মি বর্মন,
খাদিজা, মাহফুজা রাহাত ও আখিমুনি।

শেখ রাসেল দ্বিতীয় বিভাগ
ক্রিকেট টুর্নামেন্টের ফল

০৬ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া
কমপ্লেক্স মাঠে অনুষ্টিত শেখ রাসেল ২য় বিভাগ উন্মুক্ত ক্রিকেট
টুর্নামেন্টে গতকাল বৃহস্প্রতিবার (৬ জুন) খেলায় মেট্রো ক্লাব ২
উইকেটে আলী স্মৃতি সংঘকে হারায়। টস জয়ী আলী স্মৃতি সংঘ
ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৯১ রান।
দলের পক্ষে সর্বোচ্চ সিজন ২৬ রান করেন। বিপক্ষে তৌসিফ ২৪ রানে টি,
মজিদ ৬ রানে ৩টি ও ইমরান ২০ রানে ২টি উইকেটে নেন। জবাবে
মেট্রো ক্লাব ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৯৬ রান। দলের পক্ষে
সর্বোচ্চ ওলি ৩২ রান করেন। বিপক্ষে রিদোওয়ান ১৬ রানে ৫টি ও
সিজান ১৫ রানে ২টি উইকেট নেন।