ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
শিরোনামঃ
৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় রাতভর বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি কোম্পানীগঞ্জে এনটিআরসিএ কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বিটিএ'র সংবর্ধনা  উত্তর ফটিকছড়ি উপজেলায় অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাগেরহাটে এমপিও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ও  মানববন্ধন মাধবপুরে খাস জমি থেকে ড্রেজার মেশিন দ্বারা  মাঠি উত্তোলন, প্রশাসন নিরব বাগেরহাটে মহিদুল নামের এক যুবককে পিটিয়ে হত্যাঃ আটক ২  বেলকুচিতে ৪৮টি গরুসহ খামার পেলেন আত্মসমর্পন করা ৬৭ চরমপন্থী শহীদ জিয়া স্মৃতি সংসদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াত মনোনীত এমপি প্রার্থী টঙ্গী কলেজে লিফলেট বিতরণে সাধারণ শিক্ষার্থীদের বাধা বাগেরহাটের পচা দিঘী থেকে মৃতদেহ উদ্ধার

জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার ফল তৃষ্না মন্ডলের হ্যাট্রিক

#
news image

জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল

প্রতিযোগিতার ফল
তৃষ্না মন্ডলের হ্যাট্রিক

০৬ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে
অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা
অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার (৬ জুন) অনুষ্টিত খেলায়
চাঁপাইনবাবগঞ্জ ও দিনাাজপুর জেলা ২-২ ড্র করেছে।
চাঁপাইনবাবগঞ্জের পক্ষে পারভিন সোমা ও শায়লা ১টি করে গোল করেন।
দিনাজপুরের পক্ষে বন্যা একাই দুটি গোল করেন। দিনের অন্য খেলায় মাগুরা
জেলা তৃষ্না মন্ডলের হ্যাট্রিকের সুবাদে ৬-২ গোলের বিশাল ব্যবধানে
ময়মনসিংহ জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে তৃষ্না মন্ডল ৩টি, রিয়া
২টি ও মিশু রানী ১টি গোল করেন।
আজকের খেলায় স্বাগতিক রাজশাহী, রাঙ্গাামাটি, নারায়নগঞ্জ ও
জামালপুর জেলা অংশ নেবে। রেফারীর দায়িত্ব পালন করেন আলেয়া ও শাহীন ।
তাদের সহযোগিতা করেন সোহানা খাতুন, শ্রাবন্তী, উর্মি বর্মন,
খাদিজা, মাহফুজা রাহাত ও আখিমুনি।

শেখ রাসেল দ্বিতীয় বিভাগ
ক্রিকেট টুর্নামেন্টের ফল

০৬ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া
কমপ্লেক্স মাঠে অনুষ্টিত শেখ রাসেল ২য় বিভাগ উন্মুক্ত ক্রিকেট
টুর্নামেন্টে গতকাল বৃহস্প্রতিবার (৬ জুন) খেলায় মেট্রো ক্লাব ২
উইকেটে আলী স্মৃতি সংঘকে হারায়। টস জয়ী আলী স্মৃতি সংঘ
ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৯১ রান।
দলের পক্ষে সর্বোচ্চ সিজন ২৬ রান করেন। বিপক্ষে তৌসিফ ২৪ রানে টি,
মজিদ ৬ রানে ৩টি ও ইমরান ২০ রানে ২টি উইকেটে নেন। জবাবে
মেট্রো ক্লাব ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৯৬ রান। দলের পক্ষে
সর্বোচ্চ ওলি ৩২ রান করেন। বিপক্ষে রিদোওয়ান ১৬ রানে ৫টি ও
সিজান ১৫ রানে ২টি উইকেট নেন।

জেলা প্রতিনিধি

০৬ জুন, ২০২৪,  11:14 PM

news image

জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল

প্রতিযোগিতার ফল
তৃষ্না মন্ডলের হ্যাট্রিক

০৬ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে
অনুষ্টিত জেএফএ অনুর্ধ-১৪ নারী ফুটবল প্রতিযোগিতার দুটি খেলা
অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার (৬ জুন) অনুষ্টিত খেলায়
চাঁপাইনবাবগঞ্জ ও দিনাাজপুর জেলা ২-২ ড্র করেছে।
চাঁপাইনবাবগঞ্জের পক্ষে পারভিন সোমা ও শায়লা ১টি করে গোল করেন।
দিনাজপুরের পক্ষে বন্যা একাই দুটি গোল করেন। দিনের অন্য খেলায় মাগুরা
জেলা তৃষ্না মন্ডলের হ্যাট্রিকের সুবাদে ৬-২ গোলের বিশাল ব্যবধানে
ময়মনসিংহ জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে তৃষ্না মন্ডল ৩টি, রিয়া
২টি ও মিশু রানী ১টি গোল করেন।
আজকের খেলায় স্বাগতিক রাজশাহী, রাঙ্গাামাটি, নারায়নগঞ্জ ও
জামালপুর জেলা অংশ নেবে। রেফারীর দায়িত্ব পালন করেন আলেয়া ও শাহীন ।
তাদের সহযোগিতা করেন সোহানা খাতুন, শ্রাবন্তী, উর্মি বর্মন,
খাদিজা, মাহফুজা রাহাত ও আখিমুনি।

শেখ রাসেল দ্বিতীয় বিভাগ
ক্রিকেট টুর্নামেন্টের ফল

০৬ জুন-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া
কমপ্লেক্স মাঠে অনুষ্টিত শেখ রাসেল ২য় বিভাগ উন্মুক্ত ক্রিকেট
টুর্নামেন্টে গতকাল বৃহস্প্রতিবার (৬ জুন) খেলায় মেট্রো ক্লাব ২
উইকেটে আলী স্মৃতি সংঘকে হারায়। টস জয়ী আলী স্মৃতি সংঘ
ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৯১ রান।
দলের পক্ষে সর্বোচ্চ সিজন ২৬ রান করেন। বিপক্ষে তৌসিফ ২৪ রানে টি,
মজিদ ৬ রানে ৩টি ও ইমরান ২০ রানে ২টি উইকেটে নেন। জবাবে
মেট্রো ক্লাব ১৮ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ৯৬ রান। দলের পক্ষে
সর্বোচ্চ ওলি ৩২ রান করেন। বিপক্ষে রিদোওয়ান ১৬ রানে ৫টি ও
সিজান ১৫ রানে ২টি উইকেট নেন।