১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রাম শ্রীনগরে আসছে হাবিব ওয়াহিদ

আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি :
২৩ এপ্রিল, ২০২৫, 11:56 PM

১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রাম শ্রীনগরে আসছে হাবিব ওয়াহিদ
নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ১৫ বছর পর তার নিজ গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসায় কনসার্টে গান শোনাতে আসছেন। শুক্রবার দক্ষিণ পাইকসা বটতলা খেলার মাঠে ওপেন এয়ার কনসার্ট হওয়ার কথা রয়েছে। কনসার্টে তাঁর সঙ্গে গাইবেন বাবা ফেরদৌস ওয়াহিদও।
যেখানে অংশ নেবেন এক ঝাঁক শিল্পী। এর মধ্যে মূল আকর্ষণ হাবিব ওয়াহিদ ও খুরশীদ আলম। এ ছাড়া অভিনেতা ওমর সানী থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন নাজমুল খান।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে হাবিব ওয়াহিদ বলেন, ‘গান রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকতে হয়। এ কারণে গ্রামে যাওয়ার সময় খুব কম মেলে। দীর্ঘ ১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রাম মুন্সীগঞ্জে যাচ্ছি। যুব সমাজের উদ্যোগে এ আয়োজন হবে। প্রিয় মানুষদের গান শোনাব, এটা ভাবতেই ভালো লাগছে।’
তিনি আরও বলেন,‘এবার আমার বাবাও থাকবেন। বাবার সঙ্গে গান গাওয়ার আনন্দই আলাদা। সেটা খুব উপভোগ করি। আমার শ্রোতাপ্রিয় গানগুলো গাওয়ার চেষ্টা করব। আশা করছি, জমজমাট একটি গানের আসর উপহার পাবেন দর্শকরা।
আয়োজকদের মধ্যে ঢালী মো: আহসান হাবিব জানান, সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার হাবিব ওয়াহিদ ও ফেরদৌস ওয়াহিদের উপস্থিতিতে ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে। যেখানে দেশবরেণ্য আরও শিল্পীরাও উপস্থিত থাকবেন। এতে সার্বিক সহযোগিতায় থাকবেন মামুন আহমেদ মৃধা। ইতিমধ্যে কনসার্টের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি :
২৩ এপ্রিল, ২০২৫, 11:56 PM

নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ১৫ বছর পর তার নিজ গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসায় কনসার্টে গান শোনাতে আসছেন। শুক্রবার দক্ষিণ পাইকসা বটতলা খেলার মাঠে ওপেন এয়ার কনসার্ট হওয়ার কথা রয়েছে। কনসার্টে তাঁর সঙ্গে গাইবেন বাবা ফেরদৌস ওয়াহিদও।
যেখানে অংশ নেবেন এক ঝাঁক শিল্পী। এর মধ্যে মূল আকর্ষণ হাবিব ওয়াহিদ ও খুরশীদ আলম। এ ছাড়া অভিনেতা ওমর সানী থাকবেন বলে জানা গেছে। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন নাজমুল খান।
গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে হাবিব ওয়াহিদ বলেন, ‘গান রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকতে হয়। এ কারণে গ্রামে যাওয়ার সময় খুব কম মেলে। দীর্ঘ ১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রাম মুন্সীগঞ্জে যাচ্ছি। যুব সমাজের উদ্যোগে এ আয়োজন হবে। প্রিয় মানুষদের গান শোনাব, এটা ভাবতেই ভালো লাগছে।’
তিনি আরও বলেন,‘এবার আমার বাবাও থাকবেন। বাবার সঙ্গে গান গাওয়ার আনন্দই আলাদা। সেটা খুব উপভোগ করি। আমার শ্রোতাপ্রিয় গানগুলো গাওয়ার চেষ্টা করব। আশা করছি, জমজমাট একটি গানের আসর উপহার পাবেন দর্শকরা।
আয়োজকদের মধ্যে ঢালী মো: আহসান হাবিব জানান, সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার হাবিব ওয়াহিদ ও ফেরদৌস ওয়াহিদের উপস্থিতিতে ওপেন এয়ার কনসার্টটি অনুষ্ঠিত হবে। যেখানে দেশবরেণ্য আরও শিল্পীরাও উপস্থিত থাকবেন। এতে সার্বিক সহযোগিতায় থাকবেন মামুন আহমেদ মৃধা। ইতিমধ্যে কনসার্টের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।