পছন্দের প্রার্থীর ভোট অন্য প্রার্থীকে দেয়ার অভিযোগে পোলিং অফিসার আটক
নেত্রকোনা জেলা প্রতিনিধি
২৯ মে, ২০২৪, 11:28 PM
পছন্দের প্রার্থীর ভোট অন্য প্রার্থীকে দেয়ার অভিযোগে পোলিং অফিসার আটক
পছন্দের প্রার্থীর ভোট অন্য প্রার্থীকে দেয়ার অভিযোগে পোলিং অফিসার আটক
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার মোহনগঞ্জে বৃদ্ধকে ভোট দিয়ে দেওয়ার সহায়তার নামে বৃদ্ধের ভোট তার পছন্দের প্রার্থীকে না দিয়ে অন্যত্র দেওয়ার অভিযোগে আমজাদ চৌধুরী নামে এক পোলিং অফিসারকে আটক করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে আজ (২৯ মে)বুধবার দুপুরে বৃদ্ধের অভিযোগে জুডিয়াল ম্যাজিস্ট্রেট তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আমজাদ চৌধুরী উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি উপজেলার হাছলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহনগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা এক বৃদ্ধ ভোটার তার ভোটটি দিয়ে দেওয়ার জন্য পোলিং অফিসার আমজাদ চৌধুরীর কাছে সহযোগিতা চান। বৃদ্ধকে সহযোগিতা করতে আমজাদ চৌধুরী ব্যালট নিয়ে গোপন কক্ষে যান। গোপন কক্ষে পোলিং অফিসার ওই বৃদ্ধের পছন্দের প্রার্থীকে ভোট না দিয়ে অন্য প্রার্থীর প্রতীকে সিল দিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধ অভিযোগ করেন। অভিযোগ পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই পোলিং অফিসারকে আটক করেন এবং পুলিশকে ঐ পোলিং অফিসারকে থানায় নিয়ে যাওয়ার আদেশ দেন।
তিনি আরও জানান, আটককৃত ঐ পোলিং অফিসারকে বিকাল ৫টায় ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী বিকাল ৫ টায় তাকে ছেড়ে দেওয়া হবে।
আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় চেয়ারম্যান পদে- ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ)পদে- ৮ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা - ১ লাখ ৪৭ হাজার। মোট ভোট কেন্দ্র ৫৫ টি।
নেত্রকোনা জেলা প্রতিনিধি
২৯ মে, ২০২৪, 11:28 PM
পছন্দের প্রার্থীর ভোট অন্য প্রার্থীকে দেয়ার অভিযোগে পোলিং অফিসার আটক
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার মোহনগঞ্জে বৃদ্ধকে ভোট দিয়ে দেওয়ার সহায়তার নামে বৃদ্ধের ভোট তার পছন্দের প্রার্থীকে না দিয়ে অন্যত্র দেওয়ার অভিযোগে আমজাদ চৌধুরী নামে এক পোলিং অফিসারকে আটক করা হয়েছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে আজ (২৯ মে)বুধবার দুপুরে বৃদ্ধের অভিযোগে জুডিয়াল ম্যাজিস্ট্রেট তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আমজাদ চৌধুরী উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি উপজেলার হাছলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পোলিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহনগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা এক বৃদ্ধ ভোটার তার ভোটটি দিয়ে দেওয়ার জন্য পোলিং অফিসার আমজাদ চৌধুরীর কাছে সহযোগিতা চান। বৃদ্ধকে সহযোগিতা করতে আমজাদ চৌধুরী ব্যালট নিয়ে গোপন কক্ষে যান। গোপন কক্ষে পোলিং অফিসার ওই বৃদ্ধের পছন্দের প্রার্থীকে ভোট না দিয়ে অন্য প্রার্থীর প্রতীকে সিল দিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধ অভিযোগ করেন। অভিযোগ পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই পোলিং অফিসারকে আটক করেন এবং পুলিশকে ঐ পোলিং অফিসারকে থানায় নিয়ে যাওয়ার আদেশ দেন।
তিনি আরও জানান, আটককৃত ঐ পোলিং অফিসারকে বিকাল ৫টায় ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী বিকাল ৫ টায় তাকে ছেড়ে দেওয়া হবে।
আজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত মোহনগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় চেয়ারম্যান পদে- ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ)পদে- ৮ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা - ১ লাখ ৪৭ হাজার। মোট ভোট কেন্দ্র ৫৫ টি।