পাওয়েলের ‘দ্রুত পদত্যাগ যথেষ্ট নয়’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেক্স :
১৭ এপ্রিল, ২০২৫, 8:28 PM

পাওয়েলের ‘দ্রুত পদত্যাগ যথেষ্ট নয়’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার কমাতে অনীহা প্রকাশ করায় ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের তীব্র সমালোচনা করেছেন এবং তাকে ‘সর্বদা পশ্চাৎপদ এবং ভুল’ বলে অভিহিত করেছেন।
ওয়াশিংটন থেকে এএফপি একথা জানায়।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বৃহস্পতিবার লিখেছেন, ‘পাওয়েলের পদত্যাগ দ্রুত হতে পারে না। ইসিবি’র মতো সুদের হার অনেক আগেই কমানো উচিত ছিল। তবে তার এখন অবশ্যই তা কমানো উচিত।’
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান সতর্ক করে বলেছেন, কার্যত প্রতিটি বাণিজ্যিক অংশীদারের ওপর ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের ফলে ফেডকে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব মোকাবেলা করতে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে।
ট্রাম্পের স্টপ-স্টার্ট শুল্ক নীতি বিনিয়োগকারী এবং ট্রেডিং অংশীদারদের দীর্ঘমেয়াদি কৌশল এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এর অর্থ কী হতে পারে সে সম্পর্কে অনিশ্চিত করে তুলেছে।
ট্রাম্প বারবার পাওয়েলকে সুদের হার কমানোর জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এই বছরের শুরু থেকে সুদের হার ৪ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ৫ শতাংশে স্থিতিশীল রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
আন্তর্জাতিক ডেক্স :
১৭ এপ্রিল, ২০২৫, 8:28 PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুদের হার কমাতে অনীহা প্রকাশ করায় ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের তীব্র সমালোচনা করেছেন এবং তাকে ‘সর্বদা পশ্চাৎপদ এবং ভুল’ বলে অভিহিত করেছেন।
ওয়াশিংটন থেকে এএফপি একথা জানায়।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বৃহস্পতিবার লিখেছেন, ‘পাওয়েলের পদত্যাগ দ্রুত হতে পারে না। ইসিবি’র মতো সুদের হার অনেক আগেই কমানো উচিত ছিল। তবে তার এখন অবশ্যই তা কমানো উচিত।’
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান সতর্ক করে বলেছেন, কার্যত প্রতিটি বাণিজ্যিক অংশীদারের ওপর ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের ফলে ফেডকে মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব মোকাবেলা করতে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে।
ট্রাম্পের স্টপ-স্টার্ট শুল্ক নীতি বিনিয়োগকারী এবং ট্রেডিং অংশীদারদের দীর্ঘমেয়াদি কৌশল এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এর অর্থ কী হতে পারে সে সম্পর্কে অনিশ্চিত করে তুলেছে।
ট্রাম্প বারবার পাওয়েলকে সুদের হার কমানোর জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এই বছরের শুরু থেকে সুদের হার ৪ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ৫ শতাংশে স্থিতিশীল রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।