ঢাকা ০৪ এপ্রিল, ২০২৫
শিরোনামঃ
ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে : প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের দুই মন্ত্রী শুল্ক হার কমাতে সংস্কার প্রতিশ্রুতির সদিচ্ছাকে কাজে লাগাতে হবে: ড. জাহিদ হোসেন পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা জুলাই-আগস্টের বিচার বানচালে ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ পেয়েছি : চিফ প্রসিকিউটর জয়দীপের লেখায় ধর্মীয় সহিংসতার উস্কানি থাকায় প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে : সুলতান সালাউদ্দিন টুকু গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবারও লড়াইয়ে নামবে : ব্যারিস্টার ফুয়াদ ১৯৭২ থেকে ২০২৫ সাল : সত্য, সততা ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক জাবিসাস

নেত্রকোনায় পাচারের সময় সরকারি চাল জব্দ

#
news image

ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, গরীব ও অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারের সময় বারহাট্টা প্রশাসনের অভিযানে প্রায় ২ টন চাল জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খবিরুল আহসানের নির্দেশে উপজেলার সাহতা ইউনিয়নে বারহাট্টা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে চাল ও  হেনট্রলি চালক ব্যাতীত  পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ। চাল পাচারের ঘটনায় সাহতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ গিয়াসউদ্দিন জড়িত আছে বলে দাবী এলাকাবাসীর।

সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের লক্ষ্যে সাহতা ইউনিয়নের জন্য প্রায় ৪২ টন চাল বরাদ্দ করা হয়। এই পরিমাণ চাল ৪ হাজার ১ শ ৯২ জন দুস্থ মানুষের মধ্যে বিতরণের কথা ছিল। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত বিতরণ দেখানো হয়। সাহতা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল পাচারের সময় এলাকাবাসী টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে ফোন করে অবহিত করেন। পরে তাৎক্ষণিক তিনি থানায় ফোন করে পুলিশকে ঘটনাস্থলে পাঠালে ২ টন চালসহ হেনট্রলি জব্দ করা হয়। এ ঘটনার পর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) গিয়াসউদ্দিন ও বড়গাওয়া এলাকার চাল ব্যবসায়ী ফুল মিয়া পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাহতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল আটক আটক হয়ে কারাগারে গেলে  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলামকে সাহতা ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

একালাবাসী অভিযোগ করে বলেন, সাহতা ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায়, দুস্থ ও গরিব মানুষের মধ্যে বরাদ্দ করা বিশেষ ভিজিএফ চালের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম করা হয়েছে। যাদের চালের কার্ড দেওয়া হয়েছে, তারা অধিকাংশই সচ্ছল।

অভিযোগের বিষয়ে জানতে সাহতা ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত প্রশাসক ডাঃ মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই বিষয়ে কিছুই জানিনা। তবে আপনারা সাংবাদিকরা কিছু জানতে পারলে আমাকে জানাইয়েন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি দুই মিনিট পরে কথা বলছি বলে ফোন কেটে দেন। পরে অনেক চেষ্টার পরও তিনি আর ফোন রিসিভ করেননি।

বিষয়টি সম্পর্কে জানতে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খবিরুল আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চাল পাচারের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা প্রতিনিধি;

২৬ মার্চ, ২০২৫,  7:57 PM

news image

ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, গরীব ও অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারের সময় বারহাট্টা প্রশাসনের অভিযানে প্রায় ২ টন চাল জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খবিরুল আহসানের নির্দেশে উপজেলার সাহতা ইউনিয়নে বারহাট্টা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে চাল ও  হেনট্রলি চালক ব্যাতীত  পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ। চাল পাচারের ঘটনায় সাহতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ গিয়াসউদ্দিন জড়িত আছে বলে দাবী এলাকাবাসীর।

সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের লক্ষ্যে সাহতা ইউনিয়নের জন্য প্রায় ৪২ টন চাল বরাদ্দ করা হয়। এই পরিমাণ চাল ৪ হাজার ১ শ ৯২ জন দুস্থ মানুষের মধ্যে বিতরণের কথা ছিল। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত বিতরণ দেখানো হয়। সাহতা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল পাচারের সময় এলাকাবাসী টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে ফোন করে অবহিত করেন। পরে তাৎক্ষণিক তিনি থানায় ফোন করে পুলিশকে ঘটনাস্থলে পাঠালে ২ টন চালসহ হেনট্রলি জব্দ করা হয়। এ ঘটনার পর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) গিয়াসউদ্দিন ও বড়গাওয়া এলাকার চাল ব্যবসায়ী ফুল মিয়া পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাহতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল আটক আটক হয়ে কারাগারে গেলে  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলামকে সাহতা ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

একালাবাসী অভিযোগ করে বলেন, সাহতা ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায়, দুস্থ ও গরিব মানুষের মধ্যে বরাদ্দ করা বিশেষ ভিজিএফ চালের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম করা হয়েছে। যাদের চালের কার্ড দেওয়া হয়েছে, তারা অধিকাংশই সচ্ছল।

অভিযোগের বিষয়ে জানতে সাহতা ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত প্রশাসক ডাঃ মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই বিষয়ে কিছুই জানিনা। তবে আপনারা সাংবাদিকরা কিছু জানতে পারলে আমাকে জানাইয়েন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি দুই মিনিট পরে কথা বলছি বলে ফোন কেটে দেন। পরে অনেক চেষ্টার পরও তিনি আর ফোন রিসিভ করেননি।

বিষয়টি সম্পর্কে জানতে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খবিরুল আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চাল পাচারের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।