ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৫
শিরোনামঃ
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গাজীপুরে ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল  পিরোজপুরে  সাংবাদিক মাইনুল ইসলাম মামুনের উপর অতর্কিত হামলা বাগেরহাট যুবদলের কোরান খতম ও দোয়া মাহফিল বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে সরকার সহায়তা করবে : পররাষ্ট্র উপদেষ্টা দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া : জাহিদ হোসেন এলপিজি দাম সমন্বয় করেছে সরকার

বরুণের ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

#
news image

 স্পিনার বরুণ চক্রবর্তীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আজ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারত ৪৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ভারতের স্পিনার বরুণ শিকার করেন ৫ উইকেট। 

এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে ভারত। আগামী ৪ মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনাল ‘বি’ গ্রুপ রানার্স-আপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। অন্য সেমিতে ৫ মার্চ লাহোরে লড়বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও ‘এ’ গ্রুপ রানার্স-আপ নিউজিল্যান্ড। 

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩০ রানেই ৩ উইকেট হারায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ১৫, শুভমান গিল ২ এবং ৩শতম ওয়ানডে খেলতে নামা বিরাট কোহলি ১১ রানে আউট হন। এরমধ্যে ২ উইকেট নেন নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি।

চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটিতে ভারতকে চাপমুক্ত করেন আইয়ার ও অক্ষর প্যাটেল। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন আইয়ার।

৪২ রান করে প্যাটেল ফেরার পর পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সাথে ৪৪ রান যোগ করে থামেন আইয়ার। ৪টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে ৭৯ রান করেন তিনি। 

১৮২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেন হার্দিক পান্ডিয়া- রবীন্দ্র জাদেজা জুটি। পান্ডিয়া ৪৫ ও জাদেজা ১৬ রান করেন। 

নিউজিল্যান্ডের হেনরি ৪২ রানে ৫ উইকেট নেন। ওয়ানডেতে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট নেন এই পেসার। 

২৫০ রানের টার্গেটে সতীর্থদের ব্যর্থতার মাঝে ভারতীয় বোলারদের সামনে একাই লড়াই করেছেন তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন। সতীর্থদের সঙ্গ না পাওয়ায় বড় জুটি গড়তে পারেননি তিনি। 

১৫৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পরও নিউজিল্যান্ডের আশা বাঁচিয়ে রেখেছিলেন উইলিয়ামসন। কিন্তু দলীয় ১৬৯ রানে উইলিয়ামসন ফেরার পর জয়ের আশা শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের। ২৭ বল বাকী থাকতে ২০৫ রানে অলআউট হয় কিউইরা। 

৭টি চারে ১২০ বলে সর্বোচ্চ ৮১ রান করেন উইলিয়ামসন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। 

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৪২ রানে ৫ উইকেট নেন ভারতের বরুণ।

নিজস্ব প্রতিবেদক :

০৩ মার্চ, ২০২৫,  2:53 AM

news image

 স্পিনার বরুণ চক্রবর্তীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আজ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারত ৪৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। ভারতের স্পিনার বরুণ শিকার করেন ৫ উইকেট। 

এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলবে ভারত। আগামী ৪ মার্চ দুবাইয়ে প্রথম সেমিফাইনাল ‘বি’ গ্রুপ রানার্স-আপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। অন্য সেমিতে ৫ মার্চ লাহোরে লড়বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও ‘এ’ গ্রুপ রানার্স-আপ নিউজিল্যান্ড। 

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩০ রানেই ৩ উইকেট হারায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ১৫, শুভমান গিল ২ এবং ৩শতম ওয়ানডে খেলতে নামা বিরাট কোহলি ১১ রানে আউট হন। এরমধ্যে ২ উইকেট নেন নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি।

চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটিতে ভারতকে চাপমুক্ত করেন আইয়ার ও অক্ষর প্যাটেল। এই জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন আইয়ার।

৪২ রান করে প্যাটেল ফেরার পর পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সাথে ৪৪ রান যোগ করে থামেন আইয়ার। ৪টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে ৭৯ রান করেন তিনি। 

১৮২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেন হার্দিক পান্ডিয়া- রবীন্দ্র জাদেজা জুটি। পান্ডিয়া ৪৫ ও জাদেজা ১৬ রান করেন। 

নিউজিল্যান্ডের হেনরি ৪২ রানে ৫ উইকেট নেন। ওয়ানডেতে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট নেন এই পেসার। 

২৫০ রানের টার্গেটে সতীর্থদের ব্যর্থতার মাঝে ভারতীয় বোলারদের সামনে একাই লড়াই করেছেন তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন। সতীর্থদের সঙ্গ না পাওয়ায় বড় জুটি গড়তে পারেননি তিনি। 

১৫৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পরও নিউজিল্যান্ডের আশা বাঁচিয়ে রেখেছিলেন উইলিয়ামসন। কিন্তু দলীয় ১৬৯ রানে উইলিয়ামসন ফেরার পর জয়ের আশা শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের। ২৭ বল বাকী থাকতে ২০৫ রানে অলআউট হয় কিউইরা। 

৭টি চারে ১২০ বলে সর্বোচ্চ ৮১ রান করেন উইলিয়ামসন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক মিচেল স্যান্টনার। 

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৪২ রানে ৫ উইকেট নেন ভারতের বরুণ।