ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
শিরোনামঃ
৯ মাসের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা.করলেন ছাত্রলীগ সভাপতির স্ত্রী তানজিদের সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী ‎আজমিরীগঞ্জে শতাধিক মন্দিরে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত বড়লেখায় পতিত জমিতে সরিষার সমাহার, কৃষকের মুখে হাসি দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের ঘোষণা জামায়াত আমিরের ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ আটক ৩৫ মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়: তারেক রহমান ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রনে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত-১০

#
news image

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের তেলির চালা এলাকার লগুজ এপারেলস কারখানার ঝুট ব্যবসার (পরিত্যাক্ত মালামাল) নিয়ন্ত্রন নিয়ে বিএনপির দুই গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার  মৌচাকের তেলির চালা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনার পর কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।

জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে মৌচাকের লগুজ এপারেলস লিমিটেড কারখানার ঝুট(পরিত্যাক্ত মালামাল) কোন দলেরই নিয়ন্ত্রণে ছিল না। সম্প্রতি স্থানীয় গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এড. রফিকুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ গ্রপ ওই কারখানার ঝুট ব্যবসা নিতে মরিয়া হয়ে উঠেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকেই গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম ও তার কয়েকজন সমর্থক এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ ও তার কয়েকজন সমর্থক দফায় দফায় লগুজ এপারেলস লিমিটেড কারখানার সামনে মহড়া দেয়।

মহড়ার এক পর্যায়ে দুই গ্রপে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয় । আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ঘটনাটি কেন্দ্র করে কারখানার আশপাশের এলাকায়ও আতঙ্ক বিরাজমান।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ বলেন, উপজেলা বিএনপির নের্তৃবৃদ্ধের সিদ্ধান্ত মোতাবেক মৌচাকের লগুজ কারখানার ঝুট ব্যবসার স্থগিদ করা হয়। কিন্ত শনিবার এডভোকেট রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে গোপনে ওই কারখানার ঝুট বের করতে গেলে তাদের আমরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের লোকজনের উপর হামলা করে । হামলায় আমাদের কয়েকজন আহত হয়।

এবিষয়ে এডভোকেট রফিকুল ইসলাম বলেন, আমাদের মোশারফ হোসেনের নামে কারখানা কর্তৃপক্ষ ঝুটের মালামালের ডিউ করে । পরে কারখানা থেকে মালামাল বের করতে গেলে উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ ও তার সমর্থকরা বাঁধা দেয়। এতে  ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে । কয়েকজন আহত হয়েছে । তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, লগুজ কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইপক্ষকে শান্ত করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অবিযোগ পেলে তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

গাজীপুর প্রতিনিধি :

০১ মার্চ, ২০২৫,  10:29 PM

news image

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের তেলির চালা এলাকার লগুজ এপারেলস কারখানার ঝুট ব্যবসার (পরিত্যাক্ত মালামাল) নিয়ন্ত্রন নিয়ে বিএনপির দুই গ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার  মৌচাকের তেলির চালা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনার পর কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।

জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে মৌচাকের লগুজ এপারেলস লিমিটেড কারখানার ঝুট(পরিত্যাক্ত মালামাল) কোন দলেরই নিয়ন্ত্রণে ছিল না। সম্প্রতি স্থানীয় গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এড. রফিকুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ গ্রপ ওই কারখানার ঝুট ব্যবসা নিতে মরিয়া হয়ে উঠেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকেই গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম ও তার কয়েকজন সমর্থক এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ ও তার কয়েকজন সমর্থক দফায় দফায় লগুজ এপারেলস লিমিটেড কারখানার সামনে মহড়া দেয়।

মহড়ার এক পর্যায়ে দুই গ্রপে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয় । আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ঘটনাটি কেন্দ্র করে কারখানার আশপাশের এলাকায়ও আতঙ্ক বিরাজমান।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ বলেন, উপজেলা বিএনপির নের্তৃবৃদ্ধের সিদ্ধান্ত মোতাবেক মৌচাকের লগুজ কারখানার ঝুট ব্যবসার স্থগিদ করা হয়। কিন্ত শনিবার এডভোকেট রফিকুল ইসলাম তার লোকজন নিয়ে গোপনে ওই কারখানার ঝুট বের করতে গেলে তাদের আমরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের লোকজনের উপর হামলা করে । হামলায় আমাদের কয়েকজন আহত হয়।

এবিষয়ে এডভোকেট রফিকুল ইসলাম বলেন, আমাদের মোশারফ হোসেনের নামে কারখানা কর্তৃপক্ষ ঝুটের মালামালের ডিউ করে । পরে কারখানা থেকে মালামাল বের করতে গেলে উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ ও তার সমর্থকরা বাঁধা দেয়। এতে  ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে । কয়েকজন আহত হয়েছে । তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, লগুজ কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইপক্ষকে শান্ত করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অবিযোগ পেলে তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেয়া হবে ।