হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই গ্রুপে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ আহত ৩০
মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
২৪ ফেব্রুয়ারি, ২০২৫, 1:36 PM
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই গ্রুপে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ আহত ৩০
আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সমিতির দুই গ্রুপের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত্ব ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গত রোববার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যালগ্নে উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, সংঘর্ষের পর থেকে দু’ গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন ফের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, আজমিরীগঞ্জ সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে মালিক-শ্রমিক ইউনিয়নের দুটি সমিতির মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে শিবপাশা সিএনজি সমিতির নেতৃত্ব দিচ্ছেন আলিমুল চৌধুরী, লুৎফুর মিয়া ও মাসুম মিয়াসহ কয়েকজন। অন্যদিকে আজমিরীগঞ্জ সিএনজি সমিতির নেতৃত্ব দিচ্ছেন জাফর, ইলিয়াস ও আজিজুলসহ তাদের লোকজন। রোববার সকালে শিবপাশা সমিতির ম্যানেজার স্ট্যান্ডে বসতে চাইলে আজমিরীগঞ্জ সমিতির লোকজন এতে বাঁধা দেন। এ নিয়ে দু’ গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুপুরে আজমিরীগঞ্জ সিএনজি সমিতির দুই চালক শিবপাশা বাজারের কাছাকাছি আসলে তাদেরকে আটক করে মারপিট করে শিবপাশা সিএনজি সমিতির লোকজন। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
এদিকে, বিষয়টি আজমিরীগঞ্জ সিএনজি সমিতির লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা শিবপাশা সমিতির স্ট্যান্ড ম্যানেজারের ভাইকে আটক করে রাখে। পরে পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হলে তাকে ছেড়ে দেয়া হয়। তবে বিষয়টি জানাজানি হলে শিবপাশা সমিতির লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। এতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে দুটি ট্রলিতে অগ্নিসংযোগ ও দোকানঘর ভাংচুর করা হয়। আহতদের মধ্যে আরব আলী (৭০), মোতালিব (৪৬) লুৎফুর মিয়া (৫২), রায়হান (২০) ও জাফর মিয়া (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া মোতালিব (৪৬), রায়হান (৩২) দিলোয়ার (৩১), আল আমিন (৩০), বিমু (৪৪), রফিকুল (৪৬), সাদেক (৪৫), ফজলু (৪৩), আবুল হোসেন (৩০),ইলিয়াস (৫০) শাহীনুর (৩৪), মঈন উদ্দিন (২২), জাহানুর (২০), রুবেল (৩০)সহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, দুটি সিএনজি সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
২৪ ফেব্রুয়ারি, ২০২৫, 1:36 PM
আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সমিতির দুই গ্রুপের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত্ব ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গত রোববার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যালগ্নে উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, সংঘর্ষের পর থেকে দু’ গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন ফের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, আজমিরীগঞ্জ সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে মালিক-শ্রমিক ইউনিয়নের দুটি সমিতির মধ্যে বিরোধ চলে আসছে। এর মধ্যে শিবপাশা সিএনজি সমিতির নেতৃত্ব দিচ্ছেন আলিমুল চৌধুরী, লুৎফুর মিয়া ও মাসুম মিয়াসহ কয়েকজন। অন্যদিকে আজমিরীগঞ্জ সিএনজি সমিতির নেতৃত্ব দিচ্ছেন জাফর, ইলিয়াস ও আজিজুলসহ তাদের লোকজন। রোববার সকালে শিবপাশা সমিতির ম্যানেজার স্ট্যান্ডে বসতে চাইলে আজমিরীগঞ্জ সমিতির লোকজন এতে বাঁধা দেন। এ নিয়ে দু’ গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুপুরে আজমিরীগঞ্জ সিএনজি সমিতির দুই চালক শিবপাশা বাজারের কাছাকাছি আসলে তাদেরকে আটক করে মারপিট করে শিবপাশা সিএনজি সমিতির লোকজন। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
এদিকে, বিষয়টি আজমিরীগঞ্জ সিএনজি সমিতির লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা শিবপাশা সমিতির স্ট্যান্ড ম্যানেজারের ভাইকে আটক করে রাখে। পরে পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হলে তাকে ছেড়ে দেয়া হয়। তবে বিষয়টি জানাজানি হলে শিবপাশা সমিতির লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। এতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে দুটি ট্রলিতে অগ্নিসংযোগ ও দোকানঘর ভাংচুর করা হয়। আহতদের মধ্যে আরব আলী (৭০), মোতালিব (৪৬) লুৎফুর মিয়া (৫২), রায়হান (২০) ও জাফর মিয়া (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া মোতালিব (৪৬), রায়হান (৩২) দিলোয়ার (৩১), আল আমিন (৩০), বিমু (৪৪), রফিকুল (৪৬), সাদেক (৪৫), ফজলু (৪৩), আবুল হোসেন (৩০),ইলিয়াস (৫০) শাহীনুর (৩৪), মঈন উদ্দিন (২২), জাহানুর (২০), রুবেল (৩০)সহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, দুটি সিএনজি সমিতির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের টহল অব্যাহত রয়েছে।