ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
শিরোনামঃ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা মানসম্মত যুগোপযোগী শিক্ষা বিকাশে অঙ্গীকারাবদ্ধ পুলিশ সদস্যকে মহাসড়কে থ্রী-হুইলারে হেঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনায় চালক গ্রেপ্তার মামলার স্বাক্ষী হওয়ায় জামায়াত নেতার পা ভাঙলেন বিএনপি নেতা রোহিঙ্গা ক্যাম্পে চারটি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন আয়েশা  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় বরসহ নিহত ২ গাজীপুরে ফসি পাগলার স্বরণে ওরশ মোবারক ও দোয়া মাহফিল ও বাউল গান সরিষাবাড়ীতে উৎসব-আমেজের মধ্য দিয়ে শেষ হলো তারুণ্যের মেলা কোনাবাড়ীতে স্থানীয় নির্বাচনে ইতিমধ্যে প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে মাঠে কাজ করছে - জেরিন চাকলাদার  তেঁতুলিয়ায় বোরখা পরে ড্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

হবিগঞ্জের বাহুবলে অভিনব পন্থায় চিনি পাচার।। বালুর ট্রাক থেকে ৪০ বস্তা চিনি উদ্ধার

#
news image

অভিনব পন্থায় চিনি পাচারের খবর পেয়ে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় অভিনব পন্থায় বালু নিচে লুকিয়ে রাখা ৪০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চাইরগাও আব্দাপুটিয়া এলাকা থেকে এসব চিনি ও পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে ডিবি। অভিযানে নেতৃত্বদেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই রিপন সিংহসহ একদল পুলিশ। 

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই রিপন সিংহ জানান- আমরা গোপন সংবাদের ভিতিতে জানতে পারি যে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে একটি ট্রাকে করে ভারতীয় অবৈধ চিনি পাচার হচ্ছে। পরে সেখানে অভিযান চালালে মহাসড়কের মিরপুর চেরাগ আলী পেট্রোল পাম্পের পাশে একটি সন্দেহজনক মিনি ট্রাক থামানোর জন্য  সিগনাল দেয়া হয়। কিন্তু ট্রাকটি না থামিয়ে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রকটিকে ধাওয়া দিলে চাইরগাও আব্দাপুটিয়া এলাকায় গিয়ে ট্রাকটি আটক করে চালক পালিয়ে যায়। 
পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ট্রাকের বালুর নিচে বিশেষ পন্থায় লুকানো ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। উক্ত চিনি শুল্ক ফাঁকী দিয়ে অবৈধ ভাবে চোরাইপথে বাংলাদেশে এনে ভারতীয় বস্তা পরিবর্তন করে দেশীয় ঋজঊঝঐ এর বস্তায় ঢুকিয়ে পাচার করছিল চক্রটি। রিপন সিংহ আরো জানান- প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ, জেলা প্রতিনিধি :

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  10:53 AM

news image

অভিনব পন্থায় চিনি পাচারের খবর পেয়ে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় অভিনব পন্থায় বালু নিচে লুকিয়ে রাখা ৪০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চাইরগাও আব্দাপুটিয়া এলাকা থেকে এসব চিনি ও পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে ডিবি। অভিযানে নেতৃত্বদেন হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই রিপন সিংহসহ একদল পুলিশ। 

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই রিপন সিংহ জানান- আমরা গোপন সংবাদের ভিতিতে জানতে পারি যে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে একটি ট্রাকে করে ভারতীয় অবৈধ চিনি পাচার হচ্ছে। পরে সেখানে অভিযান চালালে মহাসড়কের মিরপুর চেরাগ আলী পেট্রোল পাম্পের পাশে একটি সন্দেহজনক মিনি ট্রাক থামানোর জন্য  সিগনাল দেয়া হয়। কিন্তু ট্রাকটি না থামিয়ে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রকটিকে ধাওয়া দিলে চাইরগাও আব্দাপুটিয়া এলাকায় গিয়ে ট্রাকটি আটক করে চালক পালিয়ে যায়। 
পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ট্রাকের বালুর নিচে বিশেষ পন্থায় লুকানো ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। উক্ত চিনি শুল্ক ফাঁকী দিয়ে অবৈধ ভাবে চোরাইপথে বাংলাদেশে এনে ভারতীয় বস্তা পরিবর্তন করে দেশীয় ঋজঊঝঐ এর বস্তায় ঢুকিয়ে পাচার করছিল চক্রটি। রিপন সিংহ আরো জানান- প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।