এ আর পাইলটের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

#
news image

নিজ বিদ্যালয়ের বর্তমান ও অতীতের শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে, ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঋঅজঊঝঅ) নামে নুতন সংগঠন যাত্রা শুরু করেছে। গতকাল বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাক্তন ছাত্রদের সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রেসক্লাবের সহসভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মহেশ শর্মা সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ রিপন, কমিটির সদস্য কামাল হোসেন মিজি, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন ফরিদী, হিতেশ শর্মা, মাও. শহিদ উল্ল্যা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ব্যাচের সদস্যদের মধ্যে ১১ জন উপদেষ্টা ও ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।
সর্বপরি ব্যাপক প্রাক্তণ ছাত্র সমাবেশে একটি ইভেন্টের মধ্য দিয়ে সংবিধান অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি উপহার। এ সংগঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের হিতকল্পে নানা উদ্যোগ গ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের হীরকজয়ন্তী পালনের ইচ্ছা রয়েছে। আশা করছি আমাদের প্রাণের বিদ্যাপিঠের সব প্রাক্তণ শিক্ষার্থীরা আমাদের এ সংগঠনে যুক্ত হয়ে ভালো কিছু করার সহযোগিতা করবেন।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৩,  5:13 PM

news image

নিজ বিদ্যালয়ের বর্তমান ও অতীতের শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে, ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঋঅজঊঝঅ) নামে নুতন সংগঠন যাত্রা শুরু করেছে। গতকাল বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাক্তন ছাত্রদের সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রেসক্লাবের সহসভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মহেশ শর্মা সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ রিপন, কমিটির সদস্য কামাল হোসেন মিজি, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন ফরিদী, হিতেশ শর্মা, মাও. শহিদ উল্ল্যা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ব্যাচের সদস্যদের মধ্যে ১১ জন উপদেষ্টা ও ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।
সর্বপরি ব্যাপক প্রাক্তণ ছাত্র সমাবেশে একটি ইভেন্টের মধ্য দিয়ে সংবিধান অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি উপহার। এ সংগঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের হিতকল্পে নানা উদ্যোগ গ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের হীরকজয়ন্তী পালনের ইচ্ছা রয়েছে। আশা করছি আমাদের প্রাণের বিদ্যাপিঠের সব প্রাক্তণ শিক্ষার্থীরা আমাদের এ সংগঠনে যুক্ত হয়ে ভালো কিছু করার সহযোগিতা করবেন।

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।