ঢাকা ০১ জুলাই, ২০২৫
শিরোনামঃ
‘দ্য কোড অফ ক্রিমিনলি প্রসিডিউর (এমেনমেন্ট) অর্ডিন্যান্স- ২০২৫’ এর খসড়া অনুমোদন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে ইসি নবীন প্রবীণে ছয় মুখ, লক্ষ্য সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন দুর্ঘটনায় দু’জন চিকিৎসকসহ নিহত ৪ আহত অন্তত ১৬ মসজিদ-মাদ্রাসা হুমকিতে, সুনামগঞ্জে নদীতীরে মানববন্ধন জিহ্বার রঙ বলে দেবে আপনি সুস্থ না অসুস্থ দক্ষিণ ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই রাজনৈতিক মামলার বোঝা হালকা হচ্ছে, ২০ হাজার মামলা প্রত্যাহারের উদ্যোগ সুনামগঞ্জ-৫: নির্বাচনী মাঠে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ বাগেরহাটে চারটি বিদেশী পিস্তলসহ মাইক্রোবাসে থাকা ১১জন আটক

কোম্পানীগঞ্জ উপজেলার সাংবাদিকদের ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত

#
news image

আজ(১৩/০৬/২০২৫)সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় নোয়াখালী জেলাধীন  কোম্পানীগঞ্জ উপজেলার  বসুরহাট পৌরসভার প্রাণকেন্দ্র বসুরহাট হাট বাজারের গ্রান্ড হোটেলে এন্ড পার্টি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্তসভায় শরফুদ্দীন শাহীন সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং অতীতের ভুলত্রুটিগুলো রেখাপাত করে আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব বর্ণনা করেন।
এহসানুল আলম খসরু বলেন,আমরা প্রত্যেকে  প্রত্যেকের হৃদয়ে একেকজন একএকটি দলকে সমর্থন করি।কিন্তু সাংবাদিকতায় দলের চেয়ে ঘটনার সত্যতাকে প্রাধান্য দিতে হবে,আর আমরা এখন ক্লান্তিকাল অতিক্রম করছি। এসময়ে আমাদের মধ্যে একতা,সততা ও সহযোগীতা একান্ত আবশ্যক।
এ কে এম আনোয়ার তোহা সমাপনী ভাষণে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।আগামীতে সুখে-দুঃখে, বিপদে-আপদে,  সমস্যায়- সম্ভাবনায় সবার  পাশে থেকে সাংবাদিকতা পেশাকে গতিশীল করা এবং একে অন্যের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপস্থিতি সাংবাদিকগণ হলেন-জাফর উল্যা পলাশ, শরফুদ্দীন শাহীন, ,নাজিম উদ্দিন খোকন তবিবুর রহমান টিপু,শাহাদত হোসেন, মোহাম্মদ উল্যা, আবদুল্লাহ আল মামুন-১,আবদুল্লাহ আল মামুন-২,রমজান আলী রানা,মোহাম্মদ নুর নবী,সিরাজ উল্যাহ সিরাজ,ফরিদ উদ্দিন রাশেদ, আবদুল বাতেন ফরহাদ,অধ্যক্ষ আবু নাচের,আবু সাঈদ শাকিল প্রমুখ।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

১৪ জুন, ২০২৫,  1:29 PM

news image

আজ(১৩/০৬/২০২৫)সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় নোয়াখালী জেলাধীন  কোম্পানীগঞ্জ উপজেলার  বসুরহাট পৌরসভার প্রাণকেন্দ্র বসুরহাট হাট বাজারের গ্রান্ড হোটেলে এন্ড পার্টি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্তসভায় শরফুদ্দীন শাহীন সাংবাদিকদের শুভেচ্ছা জানান এবং অতীতের ভুলত্রুটিগুলো রেখাপাত করে আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব বর্ণনা করেন।
এহসানুল আলম খসরু বলেন,আমরা প্রত্যেকে  প্রত্যেকের হৃদয়ে একেকজন একএকটি দলকে সমর্থন করি।কিন্তু সাংবাদিকতায় দলের চেয়ে ঘটনার সত্যতাকে প্রাধান্য দিতে হবে,আর আমরা এখন ক্লান্তিকাল অতিক্রম করছি। এসময়ে আমাদের মধ্যে একতা,সততা ও সহযোগীতা একান্ত আবশ্যক।
এ কে এম আনোয়ার তোহা সমাপনী ভাষণে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।আগামীতে সুখে-দুঃখে, বিপদে-আপদে,  সমস্যায়- সম্ভাবনায় সবার  পাশে থেকে সাংবাদিকতা পেশাকে গতিশীল করা এবং একে অন্যের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপস্থিতি সাংবাদিকগণ হলেন-জাফর উল্যা পলাশ, শরফুদ্দীন শাহীন, ,নাজিম উদ্দিন খোকন তবিবুর রহমান টিপু,শাহাদত হোসেন, মোহাম্মদ উল্যা, আবদুল্লাহ আল মামুন-১,আবদুল্লাহ আল মামুন-২,রমজান আলী রানা,মোহাম্মদ নুর নবী,সিরাজ উল্যাহ সিরাজ,ফরিদ উদ্দিন রাশেদ, আবদুল বাতেন ফরহাদ,অধ্যক্ষ আবু নাচের,আবু সাঈদ শাকিল প্রমুখ।