ঢাকা ০৪ এপ্রিল, ২০২৫
শিরোনামঃ
ব্যাংককে অধ্যাপক ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে : প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন থাইল্যান্ডের দুই মন্ত্রী শুল্ক হার কমাতে সংস্কার প্রতিশ্রুতির সদিচ্ছাকে কাজে লাগাতে হবে: ড. জাহিদ হোসেন পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা জুলাই-আগস্টের বিচার বানচালে ষড়যন্ত্রের তথ্য-প্রমাণ পেয়েছি : চিফ প্রসিকিউটর জয়দীপের লেখায় ধর্মীয় সহিংসতার উস্কানি থাকায় প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে : সুলতান সালাউদ্দিন টুকু গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবারও লড়াইয়ে নামবে : ব্যারিস্টার ফুয়াদ ১৯৭২ থেকে ২০২৫ সাল : সত্য, সততা ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক জাবিসাস

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ যুক্তরাজ্যের

#
news image

ব্রিটিশ সরকার শুক্রবার জানিয়েছে, তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য রাশিয়ার ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে।

এক প্রতিবেদনে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলার শুরুর পর থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত তারা দেশটির দুই হাজার এক ব্যক্তি ও সত্তা’কে নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এমা রেনল্ডস বলেছেন, ‘যুক্তরাজ্য ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রাশিয়ান সম্পদ জব্দ করেছে এবং আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে আমরা রাশিয়াকে ৪শ’ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ থেকে বঞ্চিত করেছি, যা রাশিয়ার চার বছরের সামরিক ব্যয়ের সমান।

তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার বর্বর হামলার বৃহৎ প্রতিক্রিয়ার অংশ হিসাবে আমরা আমাদের আর্থিক নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে প্রয়োগ অব্যাহত রাখব।’

গত ফেব্রুয়ারিতে সংঘাতের তৃতীয় বার্ষিকীতে যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সহায়তাকারীদের বিরুদ্ধে ১শ’ টিরও বেশি নিষেধাজ্ঞা দিয়েছে।

নিষেধাজ্ঞাগুলো পুতিন ও তার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নগদ অর্থ ও সম্পত্তি প্রাপ্যতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো এখনো ওই সম্পদের নিয়ন্ত্রণ নিতে একমত হয়নি।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্য ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে যেকোনো চুক্তি নিশ্চিত করতে আগ্রহী সামরিক নেতাদের নিয়ে বেঠক করেছে। 
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সহায়তা বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনের প্রতি সমর্থন জোগাড়ের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন।

আন্তর্জাতিক ডেক্স :

২৩ মার্চ, ২০২৫,  8:04 AM

news image

ব্রিটিশ সরকার শুক্রবার জানিয়েছে, তিন বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাজ্য রাশিয়ার ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে।

এক প্রতিবেদনে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলার শুরুর পর থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত তারা দেশটির দুই হাজার এক ব্যক্তি ও সত্তা’কে নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এমা রেনল্ডস বলেছেন, ‘যুক্তরাজ্য ৩২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের রাশিয়ান সম্পদ জব্দ করেছে এবং আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে আমরা রাশিয়াকে ৪শ’ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদ থেকে বঞ্চিত করেছি, যা রাশিয়ার চার বছরের সামরিক ব্যয়ের সমান।

তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার বর্বর হামলার বৃহৎ প্রতিক্রিয়ার অংশ হিসাবে আমরা আমাদের আর্থিক নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে প্রয়োগ অব্যাহত রাখব।’

গত ফেব্রুয়ারিতে সংঘাতের তৃতীয় বার্ষিকীতে যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সহায়তাকারীদের বিরুদ্ধে ১শ’ টিরও বেশি নিষেধাজ্ঞা দিয়েছে।

নিষেধাজ্ঞাগুলো পুতিন ও তার সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নগদ অর্থ ও সম্পত্তি প্রাপ্যতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো এখনো ওই সম্পদের নিয়ন্ত্রণ নিতে একমত হয়নি।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্য ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে যেকোনো চুক্তি নিশ্চিত করতে আগ্রহী সামরিক নেতাদের নিয়ে বেঠক করেছে। 
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সহায়তা বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনের প্রতি সমর্থন জোগাড়ের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন।